আজ সকালে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর পূর্ব এর নবগ্রাম অঞ্চল এর হিমচি মাদ্রাসা মুর্শিদি আক্তারিয়া ফায়জানে আহলে বাইত ও গ্রামবাসী যুব কমিটির পক্ষ থেকে বিশাল জৌলুস মিছিল বের হয়। প্রায় হাজার খানেক মুসলিম উম্মাহর শান্তি প্রিয় মানুষ ও মাদ্রাসার ছাত্র ও যুব কমিটির সদস্যরা ভাগ নেয়। এই মিছিলে পুরোভাগে ছিলেন কলকাতার পবিত্র খিদিরপুর খানকা শরীফের সেজ সাহেব জাদা পীর হজরত মাওলানা সৈয়দ শাহ গোলাম ইস্তারশিদ আল কাদেরী এবং ছোট হুজুর পীর সাহেব মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মাদ গোলাম মুস্তারশিদ আল কাদেরী।এই প্রথম মিলাদুন্নবী উপলক্ষে হিমচি গ্রামে জৌলুশ মিছিল বের হয়। এবং হিমচি গ্রাম ছাড়া আশেপাশের এলাকা থেকে প্রচুর মানুষ ভাগ নেয়। এই জৌলুশ মিছিল হিমচি গ্রাম থেকে শুরু করে উত্তর ভাগ হয়ে বারুইপুর রাসমাট হয়ে সূর্য পুর হয়ে হিমচি মাদ্রাসা জামিয়া মুর্শিদিয়া আক্তারিয়া ফায়জানে আহলে বাইত প্রাঙ্গণে আয়োজিত সৈয়দ শাহ সুফি হজরত মাওলানা সৈয়দ কুতুবুদ্দিন আক্তার আলী শাহ আল কাদেরী র আস্তানা পাকে শেষ হয়। এখানে বিশ্বের সকল মানুষের জন্যে শান্তি কামনা করে দোয়া হয়। দোয়া করেন খিদিরপুর খানকা শরীফের সেজ সাহেব জাদা পীর হজরত মাওলানা সৈয়দ গোলাম ইস্তারশিদ আল কাদেরী সাহেব। আইন শৃঙ্খলা রক্ষা করতে বারুইপুর জেলা পুলিশের পক্ষ থেকে বারুইপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্রী সম্যোজোতি রায় এর নির্দেশ মেনে এ এস আই অরুণ বিশ্বাস পুলিশ বাহিনী নিয়ে পথ পরিক্রমায় সাহায্য করেন। এই বিশাল জৌলুস মিছিল ও পথ পরিক্রমায় সাহায্য করেন হিমচি মাদ্রাসা জামিয়া মুর্শিদিয়া আক্তারিয়া ফায়জানে আহলে বাইত ও হিমচি মসজিদ কে কমিটির সম্পাদক সমাজসেবী ও মানবাধিকারকর্মী জনাব মোশারফ মন্ডল সাহেব।।