আর দুই দিন বাকি, পৃথিবীর বৃহত্তম সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব গঙ্গা সাগর মেলা ও মকর কান্তি উপলক্ষে মহাস্থান। ঐতিহাসিক পিঠ এর মধ্যে গঙ্গা সাগর দ্বীপ অবস্থিত মহা পীঠস্থান কপিলমুনি র আশ্রম। এখানে প্রতি বছর দেশ ও দেশের বাইরে থেকে লাখ লাখ মানুষ গঙ্গা সাগরে স্নান করতে আসে। এই পবিত্র প্রথা পৌরাণিক কাহিনীর ভগবান মহাদেব মাতা গঙ্গা কে আহ্বান জানিয়ে পৃথিবীর বুকে নামিয়ে আসে। এবং ভগবান মহাদেব এর নির্দেশ মেনে মাতা গঙ্গা সাগর রাজার 70, হাজার সন্তান কে মুক্তি করান। সেই সময় থেকেই শুরু হয় ভগবান কপিলমুনি র আশ্রম কেন্দ্র করে গঙ্গা সাগর মেলা ও পূর্ণ স্নান। এবার ও কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন পশ্চিম বাংলা সরকারের পক্ষ থেকে পশ্চিম বাংলা র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কিছু দিন আগে সাগর মেলা প্রাঙ্গণ থেকে ঘুরে এসেছেন। এবং গঙ্গা সাগর মেলা তে যাতে কোন অসুবিধা ও কোন ভাবেই নিরাপত্তা ফাঁক ফোকর না থাকে তা সুনিশ্চিত করতে বলেছেন সুন্দর বন পুলিশ সুপার শ্রী কোটেশ্ব রাও আগ পি এস ও ডায়মন্ড হারবার জেলা পুলিশ সুপার শ্রী রাহুল গোস্বামী আই পি এস ও বারুইপুর জেলা পুলিশ সুপার শ্রী পলাশ চন্দ্র ঢালী আই পি এস কে। সেই সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডি এম সুমিত গুপ্ত আই এ এস সহ অন্যান্য উচ্চ পদস্থ কর্মকর্তা ইতিমধ্যেই গঙ্গা সাগর মেলা প্রাঙ্গণে চলে গেছেন। এই রাজ্যের গঙ্গা সাগর মেলা উপলক্ষে আয়োজিত মহাসমারোহে লাখ লাখ মানুষের ভিড় উপচে পড়া। সাধুসঙ্গ ও অন্যান্য যায়গায় মানুষের ভিড় উপচে পড়ে। মহা কুম্ভ মেলা উত্তর প্রদেশের শেরে বহু মানুষ চলে আসেন গঙ্গা সাগর মেলা য়।
ভাগীরথী র নদীর তীরে মহাস্নান সেরে তারা বাড়ি ফেরেন।ভিড় থেকাতে ইতিমধ্যেই নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। হাজার হাজার সি সি টি ভি ক্যামেরা লাগানো হয়েছে দেখভাল করতে। গঙ্গা সাগর মেলা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দেখভাল করার দায়িত্ব পালন করবেন কলকাতার মেয়র ফিরহাদ ববি হাকিম ও দেবাশীষ কুমার দেবা এবং মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা ও শওকত মোল্লা ও জয়দেব হালদার মন্টু রাম পাখিরা যোগরন্জন হালদার এবং পান্নালাল হালদার মগরাহাট পশ্চিমের বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদ এর স্পিকার মুজিবুর রহমান মোল্লা সহ অন্যান্য জেলা পরিষদের প্রশাসক ও এম পি মথুরাপুর লোকসভা বাপি হালদার এবং জয়নগর লোকসভার এম পি প্রতিমা মন্ডল। ইতিমধ্যেই ডায়মন্ড হারবার জেলা পুলিশ ও সুন্দর বন জেলা পুলিশের পক্ষ থেকে এবং বারুইপুর জেলা পুলিশের পক্ষ থেকে সবধরনের সহযোগিতা করছেন গঙ্গা সাগর মেলা উপলক্ষে। সেই সঙ্গে ভারতের বিভিন্ন যায়গায় থেকে আগত দর্শনার্থীদের পদ দেখাতে রাস্তায় নেমেছে ট্রাফিক পুলিশ এবং ডায়মন্ড হারবার জেলা পুলিশের অধীনে উস্তি থানার ওসি আব্দুল মানজ্জান সাহেব। তিনি ইতিমধ্যেই তার থানা এলাকায় মাদ্রাসা র টেস ও রাজারহাট থেকে শিরা কোল হয়ে উস্তি থানার কাছ থেকে সোজাসুজি হটুগন্জ্ঞ পর্যন্ত রাস্তা দেখভাল করার দায়িত্ব পালন করছেন। গঙ্গা সাগর মেলা উপলক্ষে পশ্চিম বাংলা র তৃনমূল দলের ওবেসি এস টি সেলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান সেখ ওরফে মন্টু আগত দর্শনার্থীদের খিচুড়ি রান্না করে খাওয়া র ব্যাবস্থা করেছেন। এই গঙ্গা মেলা উপলক্ষে বিজেপি ও কংগ্রেসের সহ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ তারা সাধারণ মানুষের সাহায্য করতে সবধরনের সহযোগিতা করার জন্য ক্যাম্প তৈরি করেছেন। আকাশ থেকে নজরদারি করতে ভারতের বায়ু সেনা ও নৌ বাহিনীর সদস্যরা টহলদারি জোতদার করেছেন।।