নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার ২নং গোপালপুর ইউনিয়নের 5 নং ওয়ার্ড মহবুল্লাপুর গ্রামে দীর্ঘদিন থেকে মহিলাদের কাপড়, টিউবয়েল ও পানির মোটর সহ সব কিছু চুরি হয়ে যাচ্ছে । চোরের দল রতের আঁধারে বিভিন্ন সময় পটকাবাজী ও ফাকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করছে। গত ৮/১/২০২৫ইং রাত১১,৩০ সময় মহবুল্লাপুর শিলামনি দিঘী দক্ষিণ পাড়ে হাওলাদার বাড়িতে আব্দুস সাত্তারের মেজো ছেলে রতনের নাম ধরে গাইল মন্ধ করে ১টি ককলেট বোম ও ফাঁকা ফায়ার করে পালিয়ে যায়। বাড়ির পাশেও পার্শ্ববর্তী ফ্রান্স প্রবাসীর ঘরের কাজ চলমান অবস্থায় একটি পানির মটর নিয়ে যায়। বাড়ির পাশের ইটালি প্রবাসী আরমানের মোটর নিয়ে যায়। কিছুদিন যাবত লক্ষ্য করে দেখা যায় , মাদক বিক্রি, মাদক সেবীদের আনাগোনা বেড়েছে। মাদক ব্যবসায়ীও বেড়েছে।চুরি হচ্ছে বিভিন্ন দিঘী পুকুরের মাছ। এ ছাড়া বখাটেদের উৎপাত লক্ষ্য করা যাচ্ছে। এ এলাকার আইন শৃংখলার ব্যাপক অবনতির দিকে। স্হানীয় জনগন সেনাবাহিনী, রেব ও পুলিশকে এ এলাকার প্রতি বিশেষ নজর দেয়ার আহবান জানান।