নোয়াখালীতে বাংলাদেশ বিকল্প ধারার পক্ষ থেকে অসহায় ও দুস্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। আজ মঙ্গলবার দিন ব্যাপী নোয়াখালী সদর এলাকার নোয়াখালী পৌরসভা, আন্ডারচর ইউনিয়ন, চর ওয়াপদা ইউনিয়ন, কাদির হানিফ ইউনিয়ন ও দাতপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এসব কম্বল বিতরণ করা হয়েছে।
জানা যায়, বিকল্প ধারার সভাপতি মেজর মান্নানের সার্বিক সহযোগীতায় নোয়াখালী জেলার আহবায়ক নুর নবী চৌধুরী স্বপন ও নির্বাহী সভাপতি মেজর মান্নানের ব্যক্তিগত সহকারি জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বে সুষ্ঠ ভাবে কম্বল বিতরণ কর্মসূচি পালিত হয়।
নোয়াখালী জেলার আহবায়ক নুর নবী চৌধুরী স্বপন জানান, কম্বল বিতরণ কার্যক্রমটি সপ্তাহ ব্যাপি চলমান রয়েছে। পর্যায়ক্রমে প্রত্যেক উপজেলাতেও পাঠানো হচ্ছে। বাংলাদেশ বিকল্প ধারা সব সময় অসহায় মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।
এ সময় বিকল্প ধারার সদর উপজেলা আহবায়ক মাইন উদ্দিন সোহাগ, সুর্বচর উপজেলার আহবায়ক ডা. নুরুল আমিন, ধর্মপুর ইউনিয়ন আহবায়ক মো: খলিল, দাতপুর ইউনিয়নের শামছুন নাহারসহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।