০৬-০১-২০২৫ ইং রোজ সোমবার, সকাল ১১:০০ টায় রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ পালবার লিং সেন্টার শিশুসদন ও উপজেলা সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহার পরিদর্শন করেন। শিশু আশ্রমে থাকা ১০৫ জন অসহায়, অনাথ,ও সুবিধাবঞ্চিত ছাত্রদের সাথে কৌশল বিনিময় করেন। প্রশাসক উপজেলা সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে থাকা ভগবান মহামুতি গৌতম বুদ্ধের দন্ত ধাতু দর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানে অধ্যক্ষ,আশ্রমের প্রতিষ্ঠাতা ও সভাপতি ভদন্ত দেবতিষ্য থের । পরিদর্শনে উপস্থিত ছিলেন বিলাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার সজীব কান্তি রুদ্র, থানা অফিনার ইনচার্জ মানস বড়ুয়া,উপজেলা প্রশাসনিক কর্মকর্তা(ভা:) সুজন বড়ুয়া এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।