নাটোরের বাগাতিপাড়া উপজেলার তমালতলায় বাংলাদেশ
জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য রেল রেলি অনুষ্ঠিত হয়েছে।
বাগাতিপাড়া উপজেলা ও বাগাতিপাড়া সরকারী কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে এই রেলি অনুষ্ঠিত হয়।
বুধবার (১ জানুয়ারী) বিকালে তমালতলা মোড়ে বাগাতিপাড়া উপজেলা ছাত্রদলের আহবায়ক সোহেল রানার নেতৃত্বে বর্ণাঢ রেলিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ও যুগ্ম আহবায়ক নেকবর হোসেন,উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক মোহাম্মদ তারিক আজিজ,এবং বিভিন্ন ইউনিয়ন হতে আগত ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
রেলিটি বিভন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় তমালতলা মোড় চত্বরে এসে শেষ হয়।
রেলি শেষে বক্তব্যে ছাত্রদলের আহবায়ক সোহেল রানা বলেন, খুনী হাসিনা সরকার রাষ্ট্র যন্ত্র ব্যবহার করে বিভিন্ন ভাবে মানুষকে নির্যাতন করেছে।হাজারো ছাত্রদলের নেতাকর্মীদের খুন করেছে।