লালপুরে এসএসসি ৯২ ব্যাচের শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যা রাতে উপজেলার গোপালপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজের কনফারেন্স হলরুমে খুলনা, রাজশাহী, ঈশ্বরদী, পুঠিয়া, নাটোর, কুষ্টিয়াসহ দেশ-বিদেশে কর্মরত এসএসসি ৯২ লালপুর ব্যাচের শতাধিক বন্ধু অংশগ্রহণ করেন। সভায় চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষ্যে আলোচনা সভা, কেক কাটা, গান-বাজনা, স্মৃতি চারণ, র্র্যাফেল ড্র ও প্রীতি ভোজের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে দৈনিক যুগান্তর উপজেলা প্রতিনিধি ও লালপুর উপজেলা শাখার আহবায়ক প্রভাষক মোঃ সাহীন ইসলাম এর সভাপতিত্বে ও প্রভাষক মোঃ জামিল রানার সঞ্চালনায় সভায় এসএসসি ৯২ লালপুর উপজেলা শাখার ৯২ ব্যাচের আয়োজক কমিটির সদস্য সচিব প্রভাষক মো: রিপন হোসেন, জামিরুল ইসলাম মাষ্টার, উসমান গনি পিপুল, শাহীন ইসলাম (রেল), শাহীন ইসলাম (সুগার), ইয়ামিন হোসেন, আব্দুর রহিম,
বাগাতিপাড়া উপজেলা জামাতের সেক্রেটারি জাকির হোসেন, শামীম আহমেদ, রাজশাহীর বন্ধু নজির হোসেন, ঈশ্বরদীর নুরে আলম, বনপড়ার ঝর্না খাতুন, পুঠিয়ার মোখলেছুর রহমান রাজু, নাটোরের ইউসুফ, দূর্গাপুরের হাবিব, খুলনার সাইফুল ইসলাম মধু, লালপুরের আবু মান্নাফ, কামরুজ্জামান সাহেদ, হুমায়ুন কবির, সিলভী, জিল্লুর রহমান, মমতাজুল রিটু, নিজাম উদ্দিন, , আব্দুলপুরের আজাদ, জাহিদ প্রমুখ।
০১৭৬৪৯৬৪৫০২