আজ থেকে প্রায় 28, বছর আগে পশ্চিম বাংলার তৃনমূল কংগ্রেস এর সুপ্রিমো ও পশ্চিম বাংলার বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ভারতের জাতীয় কংগ্রেস ছেড়ে বেরিয়ে এসে নতুন দল গঠন করেন। পরবর্তী তে তিনি তার দলের নাম রাখেন সর্ব ভারতীয় তৃনমূল কংগ্রেস। তার পর থেকে তৎকালীন বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন। তৎকালীন বামফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু ও পরবর্তী তে বুদ্ধদেব ভট্টাচার্য সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন। তার অক্লান্ত পরিশ্রম ও গনতান্ত্রিক আন্দোলনের পর পশ্চিম বাংলার সিঙ্গুর নন্দীগ্রামের আন্দোলন ব্যাপক সাড়া জাগিয়েছে বামফ্রন্ট সরকার ফেলতে ভারতের জাতীয় কংগ্রেস এর হাত মিলিয়ে পশ্চিম বাংলা দখল করে। তার পর থেকে বিভিন্ন গনতান্ত্রিক আন্দোলনের মধ্যে দিয়ে সারা দেশে নজর কাড়েন। সেই দিন টি মনে রাখতে প্রতিবছরই ঘটা করে 1,লা জানুয়ারি তৃনমূল কংগ্রেস এর প্রতিষ্ঠাতা দিবস পালন করেন।আজ 1,লা জানুয়ারি তৃনমূল কংগ্রেস এর 28,তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন। এই প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে দলীয় পতাকা উত্তোলন করেন তৃনমূল কংগ্রেস এর সুপ্রিমো ও পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি তার কালীঘাটের বাড়ি এবং তপসিয়ার দলীয় অফিস এ পতাকা উত্তোলন করেন। সেই সঙ্গে পশ্চিম বাংলার তৃনমূল দলের সাধারণ সম্পাদক ও ডায়মন্ড হারবার এম পি অভিষেক ব্যানার্জি তার ক্যামাক স্ট্রিট অফিসে দলীয় পতাকা উত্তোলন করেন। তৃনমূল দলের সাধারণ সম্পাদক শ্রী সুন্দর বন উন্নয়ন বোর্ড এর চেয়ারম্যান শওকত মোল্লা তার বকুলতলায় দলীয় সহকর্মীদের নিয়ে দলের পতাকা উত্তোলন করেন। এবং আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট পশ্চিমের উত্তর কুসুম অঞ্চল তৃনমূল কংগ্রেস এর সভাপতি এহসান মোল্লা নেতৃত্ব মথুরাপুর লোকসভা র এম পি বাপি হালদার এবং সাবেক মন্ত্রী ও মগরাহাট পশ্চিমের বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদ এর স্পিকার মুজিবুর রহমান মোল্লা দলের পতাকা উত্তোলন করেন এবং গরীব মহিলা ও পুরুষদের মধ্যে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করেন।একই সঙ্গে উত্তর কুসুম গ্রাম পঞ্চায়েতের সাবেক প্রধান কুতুবুদ্দিন লস্কর ও মগরাহাট পশ্চিমের যুব তৃনমূল দলের সভাপতি ইমরান হাসান মোল্লা দলীয় সহকর্মীদের নিয়ে দলের পতাকা উত্তোলন করেন। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম উস্তি ব্লক উন্নয়ন বোর্ড এর কর্মকর্তা আঞ্জুয়ারা বেগম ও নেতৃত্ব। সেই সঙ্গে মগরাহাট পশ্চিমের বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা র দলীয় পতাকা উত্তোলন এ উপস্থিত হয়ে ছিলেন উত্তর কুসুম গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আবেদ আলী এবং যুব নেতা দিলওয়ার হোসেন ও ঈদ্দাজাম্মান মোল্লা। অনুষ্ঠানটি উপস্থাপনা ও পরিচালনা করেছেন উত্তর কুসুম তৃনমূল কংগ্রেস এর সভাপতি এহসান মোল্লা।।