বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত কৃষক সমাবেশ ৯ জানুয়ারি শনিবার বিকাল ৪টায় মুনসুর সরদার গ্যারেজ বাজার চত্তরে অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠী কে সংঘঠিত করার লক্ষ্যে সারা দেশে তিন মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। তার অংশ হিসেবে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় মুন্সিগঞ্জ ইউনিয়ন শাখার উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিতব্য সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ ইউনিয়নের কৃষকদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন,
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যে বি এন পি’র স্বনির্ভর বিষয়ক সম্পাদক মনোনয়ন প্রত্যাশী ড. মনিরুজ্জামান, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা কৃষক দলের আহ্বায়ক সালাউদ্দিন লিটন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্যামনগর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ সোলায়মান কবির, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম আলমগীর, শ্যামনগর উপজেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম দুলু, শ্যামনগর উপজেলা কৃষক দলের আহবায়ক গাজী নুরুজ্জামান , যুব দল নেতা রেজাউল করিম, বুড়িগোয়ালিনী ইউনিয়নের বিএনপি’র সভাপতি আব্দুল গফুর সরদার, মুন্সিগঞ্জ ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক জাবের হোসেন মোড়ল, বিশিষ্ট সমাজসেবক আব্দুর রাজ্জাক সহ শ্যামনগর উপজেলায় বারটি ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান বক্তা সাতক্ষীরা জেলা কৃষকদলের আহবায়ক মোঃ সালাউদ্দিন লিটন বলেন, জাতীয়তাবাদী বিএনপি ক্ষমতায় আসলে এদেশের কৃষকের জন্য সবচেয়ে বেশি সুবিধা দেওয়া হবে। জিয়াউর রহমান এদেশের কৃষকের উন্নয়নের জন্য খাল খনন করেছিল। বিএনপি সরকারি কৃষক বান্ধব সরকার। আগামী দিনে বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় রাখতে সকলকে আহ্বান জানান।
সংগ্রহ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্যামনগর উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মিজান।