জগন্নাথপুর উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তরের ক্ষেত্র সহকারী মোঃ রফিকুল ইসলাম এর বদলি জনিত বিদায় সংবর্ধনা( ৯ জানুয়ারী) বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মো: আল- আমীন, দৈনিক নয়াদিগন্ত প্রতিনিধি মোঃ হুমায়ুন কবির, দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি রিয়াজ রহমান, উপজেলা সমবায় ইন্সপেক্টর আতিক হোসেন, জগন্নাথপুর এল জিইডি অফিসের মর্তুজা আলী, শফিক রহমানসহ মৎস্যজীবী সমবায় সমিতির সদস্য, স্থানীয় জেলে সমিতির প্রতিনিধি বৃন্দ।
অনুষ্ঠান শেষে বিদায়ী সংবর্ধনা গ্রহনকারী মোঃ রফিকুল ইসলাম এর হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেন অতিথিরা।