এবার চমৎকার দুইটি মৌলিক গান নিয়ে শ্রোতাদর্শকের সামনে হাজির হবেন সময়ের ব্যস্ততম কণ্ঠশিল্পী দুঃখী সোহেল। গান দুইটির শিরোনাম যথাক্রমে ‘মাইয়া লোকের কদর বেশি’ ও ‘সুখের স্বপ্ন বুকে’।
দুঃখী সোহেলের লেখা ও সুরের গান দুইটির সঙ্গীত পরিচালক হিসেবে ছিলেন ইরফান টিপু।
খুব শিঘ্রই গান গুলো সিঙার দুঃখী সোহেল অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে এমনটাই জানিয়েছেন এই শিল্পী।
গান দুইটি মিউজিক ভিডিও আকারে প্রকাশিত হবে,মাইয়া লোকের কদর বেশি গানটিতে অভিনয় করেছেন দুঃখী সোহেল ও কিম-লিনা এবং সুখের স্বপ্ন বুকে গানটিতে দুঃখী সোহেলের সাথে অভিনয় করেছেন মায়া ইসলাম।
ভিডিও পরিচালনায় ছিলেন রাজ হৃদয়।
জানতে চাইলে দুঃখী সোহেল বলেন,গানগুলোর কথা ও সুর অসাধারণ, সবমিলিয়ে দারুণ হয়েছে মিউজিক ভিডিও দুইটি,আশা করছি গানগুলো সবার প্রশংসা কুড়াবে।