রাংগামাটি সদর উপজেলায় আশিকা কনভেনশন হলরুম নিউ মার্কেট এলাকার আস্থা প্রকল্পের যুবদের “নাগরিক প্লাটফর্ম “ও অন্যান্য স্থানীয় প্রভাক্ষম ব্যক্তিদের সাথে হুইসেল- ব্লোয়ার হিসেবে অন্তর্ভুক্তকরণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন রাঙ্গামাটি সদর উপজেলা আস্থার ইয়ুথগ্রুপের আহ্বায়ক বিনয় রতন চাকমা।
রবিবার ( ১৫ সেপ্টেম্বর) সকালে আস্থা প্রকল্পের ফিল্ড অফিসার রবীন চন্দ্র চাকমা এবিষয়ে বিশদভাবে আলোচনা করেন। তিনি বলেন সমাজের যে কোনো ধরনের অসদাচরণ অনিয়ম বা যেমন অসহিষ্ণুতা, সম্প্রদায়িকতা, বৈষম্য, রাজনৈতিক সহিষ্ণুতা, মানবাধিকার লঙ্ঘন, ইত্যাদি কারণে ব্যক্তি সমাজ, প্রতিষ্ঠান বা দেশের যে ক্ষতি হয় তা গঠনমূলক ভাবে প্রকাশ পদ্ধতিকে হুইসেল ব্লোয়িং বলে। হুইসেল ব্লোয়িং সমাজের বিরাজমান নেতিবাচক দিকগুলো প্রতিকার ও প্রতিরোধে একটি কার্যকরি ব্যবস্থা হতে পারে। এটি সহিংসতা প্রতিরোধে সাহায্যকরে, মানুষের মাঝে আস্থা তৈরিতে করে এবং সামাজিক সংহতিকে শক্তিশালী করে। হুইসেল ব্লোয়িং দুর্নীতি ও অনৈতিক আচরণকে উন্মোচন করে, সুশাসন সমর্থনে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে।
এই প্রক্রিয়ার ইয়ুথগ্রুপ এবং নাগরিক প্লাটফর্ম সম্মিলিত প্রায়াসে কার্যবিধি ভুমিকা রাখতে পারে। উল্লেখ্য, আস্থা” প্রকল্পটি সুইস এজেন্সি ফর ডেভলপমেন্ট এন্ড কোঅপারেশন (এসডিসি) এর আর্থিক সহযোগিতায় ২০২৬ সাল পর্যম্ত এ প্রকল্পের কার্যক্রম চলবে।