বাল্যবিবাহ রোধে বড় ভূমিকা পালন করার জন্য এবার ইস্কুল বিমুখ ছাত্র ও ছাত্রীদের ইস্কুল মুখ করতে বড় ভূমিকা পালন করার জন্য 2023,শের পশ্চিম বাংলা সরকারের শিক্ষারত্ন পুরুস্কার পাচ্ছেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট পশ্চিমের মড়াপাই উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক আব্দুল মাতিন মল্লিক। কারণ লক ডাউনের কারণে যখন বহু পড়ুয়া ছাত্র ও ছাত্রী ইস্কুল বিমুখ হয়ে পড়েছে। এবং তাদের পিতা ও মাতা বাল্যবিবাহ মতো কাজ করতে বদ্ধপরিকর। ঠিক তখনই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার প্রান্ত গ্রামের এবং খৃষ্টান ধর্ম অনুসারীদের এলাকায় এমন ঘটনা নজির স্থাপন করেছে সেন্ট প্যাট্রিস উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক আব্দুল মাতিন মল্লিক।
তিনি নিজেই এই এলাকায় ঘুরে ঘুরে ছাত্র ও ছাত্রীদের ইস্কুল মুখ করতে বড় ভূমিকা পালন করেছে। একসময় যখন এই ইস্কুলের বাচ্ছাদের সংখ্যা ছিল 1500, হাজার।লক ডাউনের কারণে ও বাল্যবিবাহ এর কারনে তা এসে দাঁড়ায় প্রায় 1300,শত মতো। তিনি শিক্ষা সচেতনতা বৃদ্ধি করতে বড় ভূমিকা পালন করার চেষ্টা করেন। এবং সেই চেষ্টা কারণে আজ পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর নির্দেশ মেনে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার একমাত্র উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সেন্ট প্যাট্রিস এর প্রধান শিক্ষক আব্দুল মাতিন মল্লিক কে শিক্ষা রত্ন পদক দেওয়া হয়েছে। সেই সঙ্গে পশ্চিম বাংলার ফ্রন্ট পেজ একাডেমী পুরস্কার পেলেন পশ্চিম বাংলার সাবেক জামায়াতে ইসলামীর আমির ডাঃ রইসউদ্দিন সাহেব।এক জানিয়েছেন ফ্রন্ট পেজ একাডেমী র চেয়ারম্যান জনাব কামারুজ্জামান সাহেব।।