বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র উদ্যোগে ভূরুঙ্গামারী উপজেলার ১ নং পাথরডুবি ইউনিয়নে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৪ ঘটিকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র উদ্যোগে ভূরুঙ্গামারী উপজেলার ১ নং পাথরডুবি ইউনিয়নের থানা ঘাট হাই স্কুল মাঠে এই কর্মীসভা অনুষ্ঠিত হয়। কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভূরুঙ্গামারী উপজেলা বিএনপি’র আহবায়ক কাজী গোলাম মোস্তফা, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক কাজী নিজাম। পাথরডুবি ইউনিয়ন বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি- মোঃ মুকুল এর সভাপতিত্বে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়। এসময় কর্মীসভায় নেতাকর্মীদের মধ্যে বক্তব্য রাখেন, মোঃ রোকনুজ্জামান (রোকন), মোঃ মামুন ব্যাপারী, উপজেলা যুবদলের আহবায়ক- মোঃ রফিকুল ইসলাম (শান্ত), উপজেলা যুবদলের সদস্য সচিব- আব্দুল্লাহ আল মামুন (বাবু), উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক- আবু হাসান সোহেল (মনা), উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব- মোঃ মোফাসেলুর রহমান (রাশেদ), উপজেলা কৃষক দলের আহবায়ক- আবুল কাশেম, উপজেলা ছাত্রদলের আহবায়ক- মোঃ মিজানুর রহমান মিন্টু, সদস্য সচিব- মোঃ মাইদুল হোসাইন প্রমুখ। কর্মীসভায় বক্তারা বক্তব্যে বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের এই সময়ে সরকারের পাশে থেকে দেশ গঠনে সকলকে সহযোগিতা করতে হবে ও দেশের মধ্যে কেউ যেন বিশৃঙ্খলা ও অরাজগতা না করতে পারে সেই খিয়াল রাখতে হবে সেই সাথে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’কে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে সকলকে দ্বিধাদ্বন্দ ভুলে গিয়ে সক্রিয় ভাবে কাজ করার আহ্বান জানানো হয়।