নোয়াখালী ও ফেণীতে বন্যায় ক্ষতিগ্রস্ত দুর্গতদের মাঝে জাতীয় ইমাম ও খতিব সংস্থার নোয়াখালী জেলার নেতৃবৃন্দের উদ্যোগে নিন্ম গরিব কর্মহীন অসহায় পানিবন্ধি পরিবার ও আশ্রয় কেন্দ্রের মাঝে শূকনো খাবার সহ ২৫০০প্যাকেট ত্রাণ সামগ্রী ধাপে ধাপে বিতরণ করেন এক দল স্বেচ্ছাসেবক টিম।নেতৃত্ব দিচ্ছেন মুফতী গিয়াস উদ্দিন রহমানি, মুফতি শাহাদাত হোসাইন জাফরী জাতীয় ইমাম ও খতিব সংস্থা বাংলাদেশ।
গত ১৮ই আগষ্ট থেকে ফেণী জেলায় ১০০০পরিবারকে ত্রাণ দিয়ে পরে নোয়াখালী জেলায় বন্যা দুর্গতদের মাঝে ২২ই আগষ্ট থেকে ১৫০০পরিবারকে ত্রাণ দিয়ে আসছে।
জেলা র বন্যা দুর্গতদের ত্রাণ কার্যক্রম মাঝে ছিল
১) শুকনো খাবার বিতরণ
২) চাল ডাল তৈল আটা
৩) বিশুদ্ধ পানি বিতরণ
৪) মা ও শিশু স্বাস্থ্য উপকরণ বিতরণ।
৫) খাবার স্যালাইনও ঔষধ বিতরণ।
৬) ইমাম ও মুয়াজ্জিনদের হাদিয়া সহ ইত্যাদি।
মুফতি শাহাদাত হোসাইন জাফরী জানান, আল্লাহর রহমতে জাতীয় ইমাম ও খতিব সংস্থা বাংলাদেশ প্রথম থেকে ফেনী ও নোয়াখালী জেলায় বন্যা আশ্রয় কেন্দ্র, ও পানিবন্দী সাধারণ মানুষের মাঝে শুকনো খাবার সহ ২৫০০ প্যাকেট ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে,এবং আমাদের এই কার্যক্রম চলমান রয়েছে।