চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বালুটুঙ্গী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: সাইফুর রহমান (হাজেম) এর পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছেন অত্র বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী । রবিবার (৮ সেপ্টেম্বর) বালুটুঙ্গী উচ্চ বিদ্যালয়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় । মানববন্ধনে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন । বক্তারা বলেন, সাইফুর রহমান (হাজেম) ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব নেওয়ার পর থেকেই দীর্ঘ ১২ বছর যাবত এই বিদ্যালয়ে ঠিকমত ক্লাশ করানো হয়না, শিক্ষকদের বিদ্যালয়ে আসা ও যাওয়ার কোন নির্দিষ্ট সময় থাকে না এবং ভারপ্রাপ্ত এই প্রধান শিক্ষক কোন রেজিস্ট্রার খাতা ব্যবহার করেন না । এমনকি নিজের ইচ্ছেমতো বিদ্যালয়ে আসেন এবং হাজিরা করে চলে যান । এছাড়াও ক্যাশবুক ব্যবহার না করে আম বাগান বিক্রী বাবদ ৫০ হাজার, টয়লেট বিক্রী বাবদ ৫০ হাজার সহ টিউশন ফি এবং পিটিএ কমিটির ১ লক্ষ টাকা সহ বিভিন্ন খাতে আরো অর্থ আত্মসাতের অভিযোগ করেন বক্তারা । জেলা পরিষদ থেকে প্রাপ্ত অনুদানের ১ লাখ টাকার প্রথম ধাপের ৫০ হাজার টাকা আত্মসাৎ করা সহ নিয়োগ বাণিজ্যেরও অভিযোগ রয়েছে এই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এর আগেও বিভিন্ন অভিযোগের ভিত্তিতে ২০১৬ এবং ২০২১ সালে দুইবার বরখাস্ত করা হয় এই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে। মানববন্ধনে অনতিবিলম্বে এই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগের দাবী করেন উপস্থিত সকলেই ।