“অন্তবর্তীকালীন সরকার”এর প্রবক্তা যীশু কুমার আচার্য্য একজন দু:স্থ সাংবাদিক। বিগত দ্বাদশ সংসদ নির্বাচনের পূর্বে “দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন”সম্পর্কিত বিষয়ে ফেসবুকে স্টাটাস ও পত্রিকায় কলাম লিখেছিলেন। বিশেষ করে গত ৭ আগস্ট ২০২৩ তারিখে “অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন চাই (নাগরিক চিন্তা-ভাবনা ও মতামত)” শিরোনামের তাহার ফেসবুক একাউন্ট Jishu Kumar Acharjee এতে তিনি স্টাটাসে এই বিষয়ে “অন্তবর্তীকালীন সরকার”শব্দদ্বয় ব্যবহার করেন। অত:পর গত ২৩ নভেম্বর ২০২৩ তারিখে “আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ হোক সকল দলের অংশগ্রহণে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য (নাগরিক চিন্তা ভাবনা ও মতামত)” শিরনামের স্টাটাসে “অন্তবর্তীকালীন সরকার” শব্দদ্বয় তিনি ব্যবহার করেন। তাহার ফেসবুক একাউন্টে গত ৭ আগস্ট ২০২৩ এবং ২৩ নভেম্বর ২০২৩ তারিখের স্টাটাসদ্বয় পড়লে এর সত্যতা পাওয়া যাবে। উক্ত স্ট্যাটাস সমূহ তাহার নিজ নামীয় Jishu Kumar Acharjee ব্লগে পোস্ট করেছেন। তাহার ব্লগেও ঐ স্টাটাস সমূহ পাওয়া যাবে।
দু:খজনক হলেও সত্য যে, দু:স্থ সাংবাদিক যীশু কুমার আচার্য্য বিগত সরকরের প্রধানমন্ত্রীর নিকট বিগত ১০/১০/২০২২ইং তারিখে “মানবিক বিবেচনায় কর্মসংস্থানের” আবেদন করেছিলেন; কিন্তু পদত্যাগকারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা অজ্ঞাত কারণে তাহার আবেদন কার্যকর করেন নাই। বর্তমানে উক্ত যীশু কুমার আচার্য্য আশা প্রকাশ করেন যে, অন্তবর্তীকালীন সরকার তাহার আবেদন কার্যকর করে তাহাকে মানবেতর জীবন-যাপন হতে মুক্ত করবেন। মাননীয় প্রধান উপদেষ্টা যদি সদয় হয়ে দু:স্থ সাংবাদিক যীশু কুমার আচার্য্য এর কর্মসংস্থানের ব্যবস্থা করেন তবে তিনি মাননীয় প্রধান উপদেষ্টাসহ সংশ্লিষ্ট সকলের নিকট চিরকৃতজ্ঞ থাকবেন।