নওগাঁ থেকে প্রকাশিত আঞ্চলিক দৈনিক প্রথম সংবাদ পত্রিকার বিরুদ্ধে বেআইনীভাবে প্রেসের নাম ব্যবহার করে পত্রিকা প্রকাশ করায় জেলা প্রশাসকের কার্যালয়ে প্রথম সংবাদ পত্রিকার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। গত মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক এর কাছে এই অভিযোগ করেছেন শহরের কেডির মোড় এলাকায় অবস্থিত কালিমী প্রেসের প্রোপাইটর খন্দকার তাহা উদ্দিন নামে এক মুদ্রণ ব্যবসায়ী।
অভিযোগে রেজিষ্ট্রেশন বাতিল হওয়া প্রথম সংবাদ পত্রিকার সম্পাদক এস এম আজাদ হোসেন মুরাদ এই প্রেসের মালিক পক্ষের সাথে কোন প্রকার চুক্তি না করেই ২০০২ সাল থেকে বেআইনীভাবে পত্রিকা প্রিন্ট করায় তার বিরুদ্ধে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহনের অনুরোধ করেন কালিমী প্রেসের প্রোপাইটর খন্দকার তাহা উদ্দিন।
খন্দকার তাহা উদ্দিন বলেন,প্রথম সংবাদ পত্রিকার সম্পাদক এস এম আজাদ হোসেন মুরাদ ষড়যন্ত্রমূলকভাবে আমাদের এই সুনামধন্য প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে অন্য কোথাও থেকে তার স্বার্থ্ অেনিয়মিত পত্রিকা প্রকাশ করছেন যা দেশের শান্তি শৃঙ্খলা এবং দেশের ভাবমূর্তিকে হুমকির মুখে ফেলতে পারে। দেশের ভেতরে অস্থিতিশীল ও বিভ্রান্তিকর পরিস্থিতি এড়াতে এবং শৃঙ্খলা বজায় রাখতে এর বিচার হওয়া দরকার। তার কাছে কালিমী প্রেসের নাম ব্যবহারের কারন জানতে চাইলে সে কোন সদুত্তর না দিয়ে রাজনৈতিক প্রভাব খাটানোসহ নানা হুমুক এবং ভয়ভিতি প্রদশন করেন এই প্রতিবেদককে।
নওগাঁ জেলা প্রশাসক কার্যালয়ের মিডিয়া সেলের দায়িত্বে থাকা নিবাহী মাজিষ্ট্রেট শাহ মো: রাশেদ বলেন, নানা কারনে প্রথম সংবাদ পত্রিকার ডিক্লারেশন বাতিল করা হয়েছে।পত্রিকাটির ডিক্লারেশন বাতিলের বিরুদ্ধে সম্পাদক উচ্চ আদালতের শরনাপন্ন হন। এরপর তিনি পাত্রিকাটি পুন: রুজ্জীবিত করার জন্য অনুমতি চেয়ে আবেদন করেছেন। আমরা তার আবেদন ও কাগজপত্র যাচাই করে এ বিষয়ে সিদ্ধান্ত নেব।ডিক্লারেশন বন্ধ থাকা অবস্থায় পত্রিকা বের করলে এ বিষয়েও তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে নিবাহী মাজিষ্ট্রেট শাহ মো: রাশেদ জানান।
এ বিষয়ে জানতে চাইলে প্রথম সংবাদ পত্রিকার সম্পাদক এস এম আজাদ হোসেন মুরাদ সাংবাদিকদের বলেন, জেলা প্রশাসকের কাছে অভিযোগ দিয়ে থাকলে সেখানেই পাওয়া যাবে আমার অনুমতি নেবার কাগজ। বলে জানান আহাদ হোসেন মুরাদ।
নওগাঁ জেলা প্রশাসক ভারপ্রাপ্ত সোহেলরানা বলেন, চুক্তি না করেই প্রেসের নাম ব্যবহার সংক্রান্ত অভিযোগ পেয়েছি। এ বিষয়ে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।