শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় ইউপি সদস্যার বাড়িতে দুঃসাহসিক চুরি মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ কঠোর নিরাপত্তা র মধ্যে দিয়ে শুরু হতে চলেছে গঙ্গা সাগর মেলা ও পূর্ণ স্নান হাজিরপাড়া চরমোহাম্মদপুর ইসলামিক সেন্টারের উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত নোয়াখালীর বেগমগঞ্জে বিদেশী পিস্তল ও দেশীয় এলজিসহ আটক ২ বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত মধুপুরে সুমী নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার ২নং গোপালপুর ইউনিয়নে আইন শৃংখলার ব্যাপক অবনতি। শ্যামনগরে মুন্সিগঞ্জ ইউনিয়নে কৃষক সমাবেশ।  জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার কার্যালয়ের ক্ষেত্র সহকারীর বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

আলোচিত আওয়ামী লীগ নেতা প্রদীপ সরকারের নামে চাঁদাবাজি মামলা

তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ
  • Update Time : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৮ Time View

রাজশাহীর তানোর উপজেলা আওয়ামী লীগের সম্পাদক ও আলোচিত প্রভাষক আবুল কালাম আজাদ প্রদীপ সরকারের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়েছে। গত ১ সেপ্টেম্বর রোববার স্বেচ্ছাসেবক দলের নেতা মাহাবুব আলম বাদি হয়ে তানোর থানায় মামলা করেছেন। মামলায় প্রদিপ সরকার, স্বেচ্ছাসেবক লীগের সম্পাদক রামিল হাসান সুইটসহ ১১ জনের নাম উল্লেখ করে আরো ৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।মামলার পরপরই গ্রেফতার এড়াতে আসামিরা রাজশাহী শহরে গা-ঢাকা দিয়েছেন বলে একাধিক সুত্র নিশ্চিত করেছে। তবে বাদি অবিলম্বে আসামিদের গ্রেফতারের জোর দাবি করেছেন।
এদিকে মামলার এজহারে বলা হয়েছে গত ৪ আগস্ট রবিবার বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলন চলমান অবস্থায় আওয়ামী লীগের সম্পাদক প্রদীপ সরকার ও সেচ্ছাসেবক লীগের সম্পাদক রামিল হাসান সুইটসহ তাদের ক্যাডার বাহিনী  আমশো মেডিকেল মোড়ে গিয়ে জৈনক মিজানুরের দোকানের সামনে পাকা রাস্তায় দাড়িয়ে নাশকতা মামলার ভয় দেখিয়ে বাদীর কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করেন। কিন্ত্ত বাদি এতো টাকা চাঁদা দিতে অস্বীকার করলে মেডিকেল মোড় থেকে তাকে ধরে টেনে হিঁচড়ে গোল্লাপাড়া বাজারস্থ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে নিয়ে আসেন। কার্যালয়ে নিয়ে আটকে রাখেন।  এসময় মামলার ২ নম্বর আসামী সেচ্ছাসেবক লীগ নেতা রামিল হাসান সুইট বাদীর ছোট ভাই আশরাফুল ইসলামের কাছে থেকে ৩ লাখ টাকা চাঁদা নিয়ে মাহাবুবকে ছেড়ে দেন। স্থানীয়রা জানান, প্রদিপ সরকার একজন জনবিচ্ছিন্ন ও বিতর্কিত ব্যক্তি।ফলে একাধিকবার পৌর নির্বাচন করে বিপুল ভোটে পরাজিত হয়েছেন। অথচ বিভিন্ন সভা-সমাবেশে বিএনপির জনপ্রিয় প্রয়াত নেতা শীষ মোহাম্মদ ও এমরান আলী মোল্লাকে নিয়ে তিনি আপত্তিকর বক্তব্য দিয়ে  বিএনপি নেতাকর্মীদের হৃদয়ে রক্তক্ষরণের সৃষ্টি করেছেন। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মচারী  ও গভীর নলকুপের অপারেটর নিযোগ বানিজ্যে করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।
এবিষয়ে মামলার বাদী মাহবুব আলম জানান, স্বৈরাচার শেখ হাসিনা ছাত্র জনতার গণঅভ্যুত্থান গত ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন। ঠিক তার আগের দিন আওয়ামী লীগ নেতা প্রদীপ সরকার ও সুইটসহ আসামীরা দলবল নিয়ে এসে চাঁদা দাবি করেন। কিন্তু আমি দিতে অস্বীকার করলে টেনে হিঁচড়ে দলীয় অফিসে নিয়ে যায়। সংবাদ পেয়ে আমার ছোট ভাই আশরাফুল ঘটনাস্থলে আসলে সুইট তার কাছ থেকে ৩ লাখ টাকা চাঁদা নেয়।  এসব চাঁদাবাজ সন্ত্রাসীদেরকে দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি। এবিষয়ে জানতে মামলার প্রধান আসামী আবুল কালাম আজাদ প্রদীপ সরকারের মোবাইলে ফোন দেয়া হলে বন্ধ পাওয়া গেছে। এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম বলেন, আসামীদের গ্রেফতারে জোর অভিযান চলমান রয়েছে।#

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102