রাজশাহীর তানোরে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) দুটি গভীর নলকুপের কমান্ড এরিয়ায় অবৈধ মটরে (এসটিডাব্লিউ) বিদ্যুৎ সংযোগ দেবার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ১ সেপ্টেম্বর রোববার এগ্রো ওয়ান-এর স্বত্ত্বাধিকারী সাজেদুর রহমান খাঁন বাদি হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), বিএমডিএ সহকারী প্রকৌশলী তানোর জোন ও পল্লী বিদ্যুৎ ডিজিএম তানোর জোনে লিখিত অভিযোগ করেছেন।
এদিকে লিখিত অভিযোগে বলা হয়েছে,
তাতিহাটি গ্রামের মৃত মুনসুর আলীর পুত্র যুবলীগ নেতা রেজাউল দুটি গভীর নলকূপের কমান্ড এরিয়ায় অবৈধভাবে সেচ মটরে (STW) বিদ্যুৎ সংযোগ নিচ্ছে। বিগত স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের সময়ে প্রভাববিস্তার ও কৃষকের বাধা উপেক্ষা করে অবৈধ মটরে বিদ্যুৎ সংযোগের জন্য বিদ্যুতের খুঁটি স্থাপন ও ট্রান্সফরমার বসানো হয়েছে। উক্ত মটরে বিদ্যুৎ সংযোগ দেয়া হলে দুটি গভীর নলকুপ অকেজো ও রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে।বিরাজ করছে টানটান উত্তেজনা।এছাড়াও মটরে বিদ্যুৎ সংযোগ দেওয়া হলে গভীর নলকূপের স্কীমভুক্ত এগ্রো-ওয়ান প্রকল্পটি ক্ষতির মুখে পড়বে একই সঙ্গে ভুগর্ভস্থ পানি ও পরিবেশের মারাত্মক ক্ষতি হবে। এসব বিষয় বিবেচনা করে অবৈধ সেচ মটরে বিদ্যুৎ সংযোগ না দেবার জন্য সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন। এদিকে স্থানীয় কৃষকদের অবিযোগ পল্লী বিদ্যুতের একশ্রেণীর কর্মকর্তা বড় অঙ্কের আর্থিক সুবিধা নিয়ে নীতিমালা লঙ্ঘন করে এসব অবৈধ সেচ মটরে বিদ্যুৎ সংযোগ দিতে মরিয়া হয়ে উঠেছে। উক্ত মটরে সাতটি খুঁটির দিয়ে সংযোগ দেযা হচ্ছে যা সেচ নীতিমালা পরিপন্থী।
এবিষয়ে বিএমডিএ তানোর জোনের সহকারী প্রকৌশলী জামিনুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি, বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হবে। এবিষয়ে পল্লী বিদ্যুৎ সমিতি তানোর জোনের ডিজিএম জহুরুল ইসলাম বলেন,অভিযোগ পাওয়া গেছে ওই মটরে বিদ্যুৎ সংযোগ দেয়া হবে না। এবিষয়ে যুবলীগ নেতা রেজাউল বলেন, তিনি এখানো মটর স্থাপন করেননি, সবেমাত্র বিদ্যুতের লাইন টানা ও ট্রান্সফরমার উঠানো হয়েছে।#