“ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের মধুপুরে মৎস্য সম্পদের সুরক্ষা ও সম্বৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রম বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ জুলাই) সকালে মৎস্যকর্মকর্তার অফিস কক্ষে মধুপুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আতিয়ার রহমান এর সভাপতিত্বে এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষিকর্মকর্তা কৃষিবিদ শাকুরা নাম্নী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিনুর রহমান, সমাজসেবা অফিসার গোলাম মোস্তফা, হিসাবরক্ষণ কর্মকর্তা মনিরুজ্জামান মনির সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক গন উপস্থিত ছিলেন।
উক্ত আলোচনা সভায় মৎস্যকর্মকর্তা আতিয়ার রহমান জানান, জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে ৩০ জুলাই হতে ৫ আগষ্ট পর্যন্ত গৃহিত কর্মসূচির মধ্যে রয়েছে র্যালী, আলোচনা সভা, মাছের পোনা অবমুক্ত করণ,পুকুরের পানির রাসায়নিক গুনাগুন পরীক্ষা, জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মাইকিং সহ প্রচার প্রচারনা চালানো হচ্ছে বলে তিনি জানান।