টাঙ্গাইলের মধুপুর ১০০ সজ্জা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু বিভাগে চিকিৎসা সেবার পাশাপাশি অন্তঃ বিভাগের শিশুদের বিনোদনের জন্য শিশু ইনডোর প্লে কর্নারের শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৩ জানুয়ারি) বেলা সাড়ে বারোটায় মধুপুর ১০০ সজ্জা স্বাস্থ্য কমপ্লেক্সের তৃতীয় তলায় শিশু ইনডোর প্লে কর্ণারের শুভ উদ্বোধন করেন, পরিবার পরিকল্পনা ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এবং মধুপুর রোগী কল্যাণ সমিতির সভাপতি ডাঃ মোহাম্মদ সাইদুর রহমান।
শিশু ইনডোর প্লে কর্ণার উদ্বোধনী অনুষ্ঠানে রোগী কল্যাণ সমিতির অর্থায়নে অন্তঃ বিভাগ শিশুদের জন্য একটি দোলনা স্থাপন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার ও রোগী কল্যাণ সমিতির সদস্য সচিব মোঃ মোস্তফা হোসাইন, মৎস্য কর্মকর্তা মো: আতিয়ার রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সুলতানা সুমি, পৌর বিএনপির সভাপতি ও ক্লিনিক মালিক সমিতির সভাপতি খুররম খান ইউসুফজাই প্রিন্স সহ আরও অন্যান্য নেতৃবৃন্দগন উপস্থিত ছিলেন।
এবিষয়ে রোগী কল্যাণ সমিতির সভাপতি ডাঃ সাইদুর রহমান জানান, মধুপুর রোগী কল্যাণ সমিতির মুল উদ্দেশ্য হলো হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা অসহায় হতদরিদ্র মানুষের চিকিৎসা ক্ষেত্রে সহায়তা প্রদান করা। হাসপাতালে অনেক রোগী আসেন যাদের পরীক্ষা-নিরিক্ষা বা ঔষধ কেনার মতো সামর্থ্য থাকে না, আমরা তাদেরকে রোগী কল্যাণ সমিতির মাধ্যমে চিকিৎসা ক্ষেত্রে সহায়তা প্রদান করে থাকি।
এরই ধারাবাহিকতায় অন্তঃ বিভাগের শিশুদের চিকিৎসা সেবার পাশাপাশি বিনোদনের জন্য শিশু ইনডোর প্লে কর্ণার স্থাপনের শুভ উদ্বোধন করা হলো। তিনি এ কাজে সহযোগিতার জন্য সকলকে আহবান জানান।
মধুপুর ক্লিনিক মালিক সমিতির নব নির্বাচিত সভাপতি খুররম খান ইউসুফজাই প্রিন্স জানান, এটি খুবই একটি মহতী উদ্যোগ, পরবর্তীতে ক্লিনিক মালিক সমিতির পক্ষ থেকে অসহায় হতদরিদ্র মানুষের চিকিৎসা সেবায় আমরা অবশ্যই পাশে থাকবো এমনটাই আশাবাদ ব্যক্ত করেন তিনি।