বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
মধুপুরের গোলাবাড়ীতে পারিবারিক  মিলন মেলা অনুষ্ঠিত সিলেটের ভূয়া আদম ব্যবসায়ীর খপ্পরে পড়ে নিঃস্ব শতাধিক যুবক , মিথ্যা মামলায় হয়রানির স্বীকার ব্যবসায়ী মধুপুর হাসপাতালের অন্তঃ বিভাগে শিশু ইনডোর প্লে কর্ণার উদ্বোধন  দেশে বর্তমান সংকটের একমাত্র সমাধান দ্রুত নির্বাচন–পারভীন ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পরিদর্শন করেন পুলিশ সুপার মিজানুর রহমান  আগামী 22,শে ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে মথুরাপুর লোকসভা কেন্দ্রের এম পি কাপ টুর্নামেন্ট ডুমুরিয়ায় খাদ্য হোক নিরাপদ, সুস্থ থাকুক জনগণ” নিরাপদ খাদ্য দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা মধুপুরে অবৈধভাবে মাটি কাঁটার অপরাধে ৫০হাজার টাকা জরিমানা  নোয়াখালী জেলা বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা জগন্নাথপুরে ফুটবল খেলা নিয়ে আওয়ামীলীগ নেতার মিথ্যা অভিযোগ, বিভ্রাম্ত না হওয়ার আহবান

মধুপুর হাসপাতালের অন্তঃ বিভাগে শিশু ইনডোর প্লে কর্ণার উদ্বোধন 

বাবুল রানা, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
  • Update Time : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৭ Time View

টাঙ্গাইলের মধুপুর ১০০ সজ্জা  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু বিভাগে চিকিৎসা সেবার পাশাপাশি অন্তঃ বিভাগের শিশুদের বিনোদনের জন্য শিশু ইনডোর প্লে কর্নারের শুভ উদ্বোধন করা হয়েছে। 

সোমবার (৩ জানুয়ারি) বেলা সাড়ে বারোটায় মধুপুর ১০০ সজ্জা স্বাস্থ্য কমপ্লেক্সের তৃতীয় তলায় শিশু ইনডোর প্লে কর্ণারের শুভ উদ্বোধন করেন, পরিবার পরিকল্পনা ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এবং মধুপুর রোগী কল্যাণ সমিতির সভাপতি ডাঃ মোহাম্মদ সাইদুর রহমান। 

শিশু ইনডোর প্লে কর্ণার উদ্বোধনী অনুষ্ঠানে রোগী কল্যাণ সমিতির অর্থায়নে অন্তঃ বিভাগ শিশুদের জন্য  একটি দোলনা স্থাপন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার ও রোগী কল্যাণ সমিতির সদস্য সচিব মোঃ মোস্তফা হোসাইন, মৎস্য কর্মকর্তা মো:  আতিয়ার রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সুলতানা সুমি, পৌর বিএনপির সভাপতি ও ক্লিনিক মালিক সমিতির সভাপতি খুররম খান ইউসুফজাই প্রিন্স সহ আরও অন্যান্য নেতৃবৃন্দগন উপস্থিত ছিলেন। 

এবিষয়ে রোগী কল্যাণ সমিতির সভাপতি ডাঃ সাইদুর রহমান জানান, মধুপুর রোগী কল্যাণ সমিতির মুল উদ্দেশ্য হলো হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা অসহায় হতদরিদ্র মানুষের চিকিৎসা ক্ষেত্রে সহায়তা প্রদান করা। হাসপাতালে অনেক রোগী আসেন যাদের পরীক্ষা-নিরিক্ষা বা ঔষধ কেনার মতো সামর্থ্য থাকে না, আমরা তাদেরকে রোগী কল্যাণ সমিতির মাধ্যমে চিকিৎসা ক্ষেত্রে সহায়তা প্রদান করে থাকি।

এরই ধারাবাহিকতায় অন্তঃ বিভাগের শিশুদের চিকিৎসা সেবার পাশাপাশি বিনোদনের জন্য শিশু ইনডোর প্লে কর্ণার স্থাপনের শুভ উদ্বোধন করা হলো। তিনি এ কাজে সহযোগিতার জন্য সকলকে আহবান জানান।

মধুপুর ক্লিনিক মালিক সমিতির নব নির্বাচিত সভাপতি খুররম খান ইউসুফজাই প্রিন্স জানান, এটি খুবই একটি মহতী উদ্যোগ, পরবর্তীতে ক্লিনিক মালিক সমিতির পক্ষ থেকে অসহায় হতদরিদ্র মানুষের চিকিৎসা সেবায় আমরা অবশ্যই পাশে থাকবো এমনটাই আশাবাদ ব্যক্ত করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102