নাটোরের লালপুর উপজেলার উধনপাড়া গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে আহত এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে আটটার সময় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জামায়াত ইসলামের কর্মী আব্দুল গফুর (৭০)। সে উপজেলার বিলমাড়ীয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড জামায়াত ইসলামের সভাপতি আমিরুল ইসলাম এর পিতা।
উল্লেখ্য, গত ২৬ জানুয়ারি উপজেলার উধনপাড়া উত্তর মাঠে জমি সংক্রান্ত বিরোধের জেরে আওয়ামী লীগ নেতা ওবায়দুল ইসলাম মন্টু, শামীম ও ওয়াদুদ পক্ষদ্বয় দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলায় আব্দুল গফুর (৭০), বিএনপি সমর্থক আ. লতিফ (৭০) এবং গাজিউর রহমান (৫০) গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১ ফেব্রুয়ারি) রাতে মারা যান আব্দুল গফুর।
এ বিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুজ্জামান রাজু বলেন, ঘটনার বিষয়ে আগেই মামলা দায়ের করা হয়েছিল এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।