পশ্চিম বাংলার বাঁকুড়া জেলার তামললি বাঁধ থেকে জেলা পুলিশের পক্ষ থেকে পথ নিরাপত্তা সচেতনতা বৃদ্ধি করতে একটি মিছিল বের হয়।প্রায় কয়েক শত ছাত্র ও ছাত্রী এবং পুলিশ কর্মকর্তাদের নিয়ে প্রোগ্রাম টি করা হয়। এই অনুষ্ঠান থেকে পথ নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন নির্দেশ দেওয়া হয়েছে। এবং পথচারীদের মধ্যে পথ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে তাদেরকে গাইড লাইন দেওয়া হয়েছে। সেই সঙ্গে হেলমেট ও পথ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে গেঞ্জি এবং লিফলেট বিতরণ ছোট পথ নাটক ও স্কুটার ও মোটর সাইকেল সহ নানা আরোহী মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে সহায়তা করা হয়েছে।
দুর্ঘটনা হাত রক্ষা করতে কি করতে হবে তা সুনিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে। ফুটপাত ও রাস্তায় পথচারীদের কি ভাবে যাতায়াত করতে হবে তা বোঝতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন বাঁকুড়া জেলা পুলিশের পক্ষ থেকে। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আই জি পি বাঁকুড়া শ্রী শীশ রাম ঝাঝারিয়া আই পি এস ও বাঁকুড়া জেলা পুলিশ সুপার শ্রী বৈভব তেওয়ারি আই পি এস ও বাঁকুড়া জেলা শাসক সিয়াদএন এবং বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি শ্রী মতি অনুসূয়া রায় সহ অন্যান্য পুলিশ আধিকারিক ও জেলা আধিকারিক। সেই সঙ্গে বিভিন্ন বিদ্যালয়ের প্রায় শতাধিক ছাত্র ও ছাত্রী এবং এন জি ও সদস্যরা।।