রবিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
জগন্নাথপুরে ফুটবল খেলা নিয়ে আওয়ামীলীগ নেতার মিথ্যা অভিযোগ, বিভ্রাম্ত না হওয়ার আহবান লালপুরে আওয়ামীলীগের হামলায় আহত জামাত নেতা গফুরের মৃত্যু  জলবায়ু সহনশীল বাগদা চিংড়ির টেকসই উৎপাদনে সিনবায়োটিক প্রযুক্তির ব্যবহার: গবেষণায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত টাঙ্গাইলের মধুপুরে ঢাকঢোল বাজিয়ে জমির অবৈধ দখলদার উচ্ছেদ সুবর্ণচর উপজেলা সাংবাদিক ফোরামের আহ্বায়ক খলিল সদস্য সচিব আরিফ সবুজ বাঁকুড়া জেলা পুলিশের পক্ষ থেকে পথ নিরাপত্তা নিশ্চিত করতে রাস্তায় নেমেছে পুলিশ সুপার হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াকফ) বাংলাদেশের উপ-পরিচালক প্রশাসনের সাথে সাংবাদিকদের মতবিনিময় সন্ত্রাস, চাঁদাবাজি ও সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি করলে কাউকে ছাড় দেয়া হবে না- মামুনুর রশীদ মামুন ধনবাড়ি সিমান্তবর্তী এলাকায় ট্রাক-সিএনজি সংঘর্ষে ৬জন নিহত মধুপুরে সিঁধ কেটে চুরি জনমনে আতঙ্ক

জগন্নাথপুরে ফুটবল খেলা নিয়ে আওয়ামীলীগ নেতার মিথ্যা অভিযোগ, বিভ্রাম্ত না হওয়ার আহবান

সুনামগঞ্জ প্রতিনিধিঃ
  • Update Time : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৩ Time View

জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের লোহারগাঁও গ্রামবাসীর আয়োজনে লোহারগাঁও ফুটবল ক্লাবের উদ্যােগে বিশাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। আগামী ৮ ফেব্রুয়ারী উক্ত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে বলে আয়োজনকারীরা জানিয়েছেন।
উক্ত খেলাকে বানচাল করতে পাটলী ইউনিয়ন ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ সাংগঠনিক সম্পাদক লোহারগাঁও গ্রামের মৃত জাহির আলীর ছেলে মোঃ আরশ আলী নিজেকে বিএনপি নেতা পরিচয় দিয়ে সুনামগঞ্জ জেলা প্রশাসক ও জগন্নাথপুর থানা বরাবরে অভিযোগ দায়ের করেন। পৃথক অভিযোগে আরশ আলী উল্লেখ করেন, ২০১৫ সালে লোহারগাঁও নতুনবাজার সংলগ্ন মাঠে আওয়ামীলীগের দোসররা ফুটবল খেলার আয়োজন করেন।

সেসময় খেলাকে কেন্দ্র করে ব্যাপক অনিয়ম হয়। পরে জগন্নাথপুর থানায় একটি মামলা হয়। মামলা নং জিআর ৭৭/২০১৫ ইং। লোহারগাঁও ফুটবল ক্লাবের সভাপতি ও পাটলী ইউনিয়ন যুবদলের সভাপতি লোহারগাঁও গ্রামের মন্তাজ আলীর ছেলে মোঃ সুলেমান আলী জানান, ২০১৫ সালের ফুটবল খেলাকে নিয়ে জগন্নাথপুর থানার ৭৭ নাম্বার মামলার প্রধান আসামী ওয়ার্ড আওয়ামীলীগ নেতা আরশ আলী মিথ্যা অভিযোগ দিয়ে লোহারগাঁও গ্রামবাসীর আয়োজিত খেলাটি বন্ধ করার পায়তারায় লিপ্ত রয়েছে।

২০১৫ সালে আমি বাদী হয়ে আরশ আলীসহ ৪ জনের নাম উল্লেখ পূর্বক অজ্ঞাতনামা ৫/৬ জনকে আসামী করে মামলা দায়ের করি। এতে ক্ষিপ্ত হয়ে মিথ্যার আশ্রয় নিয়ে ফুটবল খেলাকে বন্ধ করতে এ অভিযোগ দায়ের করেন। পাটলী ইউনিয়ন ৯ নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক লোহারগাঁও গ্রামের মোঃ ইলিয়াছ মিয়া, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ৯ নং ওয়ার্ডের বাসিন্দা জাকারিয়া হোসাইন, পাটলী ইউনিয়ন ছাত্রদল সভাপতি আরিফ রহমান জানান, লোহারগাঁও ফুটবল খেলাকে কেন্দ্র করে কোন ধরনের উত্তেজনা নেই।

আওয়ামীলীগ নেতা আরশ আলী এলাকায় আতংক সৃষ্টি করতে মিথ্যার আশ্রয় নিয়ে অভিযোগ দায়ের করে। অভিযোগের সূত্র ধরে ফুটবল খেলা নিয়ে লোহারগাঁও গ্রামে বিএনপি ও আওয়ামীলীগের লোকজনের মধ্যে উত্তেজনা রয়েছে বলে একটি অনলাইন পোর্টালে সংবাদ প্রকাশ করা হয়। আমরা এধরনের ভিত্তিহীন সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এ ভিত্তিহীন সংবাদে দেশ বিদেশ অবস্থানরত ক্রীড়া প্রেমীদের বিভ্রান্ত না হওয়ার আহবান জানান।
আমাদের জানামতে খেলা বন্ধের অভিযোগ দায়েরকারী একজন আওয়ামীলীগ নেতা। প্রশাসনে সুবিদা গ্রহনের স্বার্থে নিজেকে বিএনপি লোক দাবী করছেন। আমরা এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষায় মিথ্যা অভিযোগকারী আরশ আলীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনে প্রশাসনের নিকট জোর দাবী জানাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102