ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন স্থান পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান।
টাঙ্গাইল জেলার ট্রাফিক বিভাগ, থানা পুলিশ, সড়ক ও জনপথ বিভাগ, ট্রাফিক অ্যান্ড সিকিউরিটি ম্যানেজার, (বিবিএ), মহাসড়কের ফোর লেন উন্নীতকরণ প্রকল্পের কাজে নিয়োজিত ঠিকাদার প্রতিষ্ঠানদের নিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত ফোরলেন উন্নীতকরণ প্রকল্পের কাজের অগ্রগতি এবং সড়কের বর্তমান অবস্থা ও যানজট নিরসনসহ যাত্রাপথে মানুষকে স্বস্তি দেওয়ার লক্ষে পরিদর্শন করেন।
এ সময় পুলিশ সুপার মহাসড়কে যানজট নিরসন ও আইনশৃংখলা রক্ষার্থে কোনো ধরনের চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকান্ড, ছিনতাই এর মত অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করেন।
এ সময় টাঙ্গাইল জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও অন্যান্য অফিসারগণ সহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।