গাজীপুর সাংবাদিক ইউনিটির আয়োজনে অনুষ্ঠিত হলো প্রথমবারের মতো বার্ষিক নৌ-ভ্রমণ ২০২৪, যা গাজীপুরের সাংবাদিক সমাজের জন্য এক স্মরণীয় দিন হিসেবে চিহ্নিত হলো। রবিবার (০৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় গাজীপুর সিটি কর্পোরেশনের ৩০নং ওয়ার্ডের কানাইয়া নৌ-ঘাট থেকে ঢাকার ৩০০ ফিট এলাকার উদ্দেশ্যে নৌকা বহর রওনা দেয়। এ ভ্রমণে অংশগ্রহণ করেন বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকা, টেলিভিশন চ্যানেল এবং অনলাইন সংবাদ মাধ্যমের সাংবাদিকবৃন্দ। দিনের পুরোটা জুড়ে সাংবাদিকরা গান, আড্ডা ও খোশগল্পের মধ্য দিয়ে দিনটি উদযাপন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর সাংবাদিক ইউনিটির সদস্য সচিব মো. হাইউল উদ্দিন খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সম্মানিত উপদেষ্টা মো. আব্দুর রশীদ মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান টেলিভিশনের গাজীপুর জেলা প্রতিনিধি রনি সরকার, সাংবাদিক নাসির উদ্দিন, সাংবাদিক আব্দুল আলী, এবং সাংবাদিক সারোয়ার আলমসহ অন্যান্য বিশিষ্ট সাংবাদিকবৃন্দ। আয়োজনে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের আহ্বায়ক কমিটির সদস্য মো. রাকিব হোসেন, মোল্লা রশিদ এবং সুব্রত দাস, যাদের নিষ্ঠা ও আন্তরিকতায় পুরো আয়োজনটি সফলভাবে সম্পন্ন হয়।
সাংবাদিকতা: পেশার নীতি, আদর্শ ও দায়িত্ব:
সাংবাদিকতা কেবল একটি পেশা নয়, এটি সমাজের দৃষ্টিসীমা ও বিবেক হিসেবে কাজ করে। সাংবাদিকদের দায়িত্ব শুধুমাত্র খবর সংগ্রহ ও প্রকাশের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং জনগণের স্বার্থ রক্ষায় সত্য ও ন্যায়ের পথে থেকে সমাজের অন্ধকার ও দুর্নীতির পর্দা উন্মোচন করাও তাদের পেশাগত দায়িত্ব। একটি আদর্শ সাংবাদিককে ন্যায়পরায়ণতা, সততা, এবং সতর্কতার সাথে কাজ করতে হয়, যেন তার লেখনী ও প্রচারিত তথ্য সমাজের নৈতিক ও মূল্যবোধ বজায় রাখতে পারে।
সাংবাদিকদের মুখের ভাষা ও আচরণও হতে হয় পরিমার্জিত ও শালীন। তিনি যেমন খবর প্রকাশের ক্ষেত্রে দায়িত্বশীল হবেন, তেমনি জনসমক্ষে তার বক্তব্য ও আচরণ হতে হবে মার্জিত ও গণতান্ত্রিক। সংবাদমাধ্যমের একজন আদর্শ সাংবাদিককে সবসময় সত্যের পথে অবিচল থাকতে হবে এবং জনগণের নিকট বিশ্বস্ততার প্রতীক হয়ে উঠতে হবে।
একজন আদর্শ সাংবাদিকের বিবেক সবসময় জাগ্রত থাকা উচিত এবং তিনি কখনোই কোনো অসত্য, অনৈতিক বা বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করতে পারেন না। সাংবাদিকদের নৈতিকতার মানদণ্ড সর্বোচ্চ পর্যায়ে থাকতে হবে, কেননা তাদের একটিমাত্র ভুল তথ্য দেশের বা সমাজের বড় ক্ষতি করতে পারে। এজন্য একজন আদর্শ সাংবাদিককে সর্বদা নিজের শিক্ষাগত, নৈতিক এবং পেশাগত মান বজায় রাখতে হবে।
গাজীপুর সাংবাদিক ইউনিটির শক্তির প্রতিফলন:
এই বার্ষিক নৌ-ভ্রমণ শুধুমাত্র আনন্দ ও বিনোদনের উপলক্ষ্য নয়, এটি গাজীপুর সাংবাদিক ইউনিটির শক্তি, ঐক্য এবং পেশাদারিত্বের প্রকাশ। এই আয়োজনের মাধ্যমে সাংবাদিকরা একত্রিত হয়ে নিজেদের পেশাগত দক্ষতা বিনিময়ের সুযোগ পেয়েছেন, যা ভবিষ্যতে আরও সুদৃঢ় করবে তাদের পেশাগত বন্ধন এবং দায়িত্ববোধ।
এই প্রথমবারের মতো গাজীপুর সাংবাদিক ইউনিটি যে নৌ-ভ্রমণের আয়োজন করেছে, তা ভবিষ্যতে সংগঠনের বার্ষিক কার্যক্রমের অংশ হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।