নোয়াখালীর বেগমগঞ্জের আলাইয়ারপুর ইউনিয়নে কবির হোসেন নামে এক যুবদল কর্মীকে গুলি এবং জবাই করে হত্যার ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ আটজনকে গ্রেফতার করেছে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ ।
সোমবার (৩০ ডিসেম্বর) নোয়াখালীসহ বিভিন্ন জেলা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হচ্ছেন – বেগমগঞ্জ উপজেলার মিয়াপুর গ্রামের মৃত নুরুল হকের ছেলে সাহাব উদ্দিন (৪০), একই এলাকার মৃত ছায়েদুল হকের ছেলে সহিদ প্রকাশ কালাম (৪০), সুজায়েতপুর গ্রামের মৃত সুলতান মিয়ার ছেলে শাহ আলম (৫৫), মৃত ওজি উল্যার ছেলে কাউসার (৪০), একাব্বরপুর গ্রামের আবুল কালামের ছেলে রাকিব হাসান (২২), কৃষ্ণরামপুর গ্রামের আবুল খায়েরের ছেলে জহিরুল ইসলাম (২৪), জয়নারায়ণপুর গ্রামের ইউসুফের ছেলে মহি উদ্দিন (২৪) ও লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জের উত্তর চন্দ্রপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে আল ইসলাম হোসেন রায়হান (২০)।
এ বিষয়ে বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান জানান, হত্যাকাণ্ড পরবর্তী সময়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় নোয়াখালী ও ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত তিন আসামিসহ আটজনকে গ্রেফতার করা হয়েছে। সন্ধ্যায় গ্রেফতারকৃতদের মধ্যে সাহাব উদ্দিন ও আল ইসলাম হোসেন রায়হান হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছে।
এলাকায় আধিপত্য বিস্তার, পারিবারিক বিরোধ ও আর্থিক লেনদেনের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।