শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় জাতীয় সমাজসেবা দিবস উদযাপন উপলক্ষে  র‍্যালি ও আলোচনা সভা ডুমুরিয়ায় উপজেলা প্রশাসনের অবৈধ ইটভাটা অভিযানে এ্যাকসান শুরু, তিনটি ইট ভাটায় ৭ লাখ ৫০ হাজার টাকা জরিমানা । বাগাতিপাড়া উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী ডুমুরিয়ায় জাতীয় সমাজসেবা দিবস উদযাপন উপলক্ষে  র‍্যালি ও আলোচনা সভা জগন্নাথপুরে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত আজ তৃনমূল কংগ্রেস এর 28,তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান পালিত হচ্ছে সারা বাঙলায় চাটখিলে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মধুপুরে টিলা লাল মাটি কাঁটার অপরাধে ৫০হাজার টাকা জরিমানা  প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাগাতিপাড়া ছাত্রদলের প্রস্তুতি সভা দ্রুত সময়ে গ্রেফতার। বেগমগঞ্জে যুবদল কর্মী খুনের দায়ে গ্রেফতার ৮।

মধুপুরে বন বিভাগ কর্তৃক বসতবাড়ি উচ্ছেদের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

বাবুল রানা, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
  • Update Time : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ৪৮ Time View

টাঙ্গাইলের মধুপুরে বন বিভাগ সম্প্রতি বসতবাড়ি উচ্ছেদের মাইকিং কে কেন্দ্র করে স্থানীয় বসতিরা উচ্ছেদ আতংকে দিন কাটাচ্ছে। এ মাইকিং ও উচ্ছেদ আতংকের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, মধুপুরের  লাল মাটির অঞ্চলে গারো কোচ বর্মন ও অন্যান্য জাতি গোষ্ঠীর লোকেরা বংশ পরম্পরায় যুগ যুগ ধরে বসবাস করে আসছে। সম্প্রতি কয়েক দিন আগে বন বিভাগের ভূমি স্থানীয় বসতিদের সরে যাওয়ার জন্য মাইকিং করে। ফলে স্থানীয় বসতিদের  গত কয়েকদিন ধরে উচ্ছেদ আতংক বিরাজ করছে। বক্তারা বলেন, এ মাটি থেকে স্থানীয় বসতিদের উচ্ছেদ করা যাবে না। বক্তারা বন বিভাগকে স্থানীয় জনগন উত্তপ্ত না করার আহবান জানান।

এ মাটির সাথে স্থানীয়দের নিবিড় সম্পর্ক, তাদের কে উচ্ছেদের দিকে নজর না দেয়ার আহবান জানান।

ভূমি বন্দোবস্ত করার বিষয়ে বিএনপি ক্ষমতায় আসলে দলীয় ভাবে তারা দেখবেন বলেনও উল্লেখ করেন।

স্থানীয় জলছত্র বাজারের পাশে ফুটবল মাঠে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন। 

এ সময় মধুপুর উপজেলা বিএনপি’র সহসভাপতি এম রতন হায়দারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, সহসভাপতি হাবিবুর রহমান, কাবিল উদ্দিন,মধুপুর পৌর বিএনপির সভাপতি খুররম খান  ইউসুফজাই প্রিন্স, সাধারণ সম্পাদক মোতালেব হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এম ওবায়েদুল্লাহ, ফুলবাগ চালা ইউনিয়নের চেয়ারম্যান ফরিদ আলী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাছিম সরকার, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এডভোকেট জনযেত্রা, বেরিবাইদ ইউনিয়নের সাধারণ সম্পাদক ফারুক হোসেন, যুবদলের আহবায়ক শেখ হযরত আলী, যুগ্ম আহবায়ক শাহাদত হোসেন ফকির প্রমুখ।

এ সময় বেরিবাইদ, কুড়াগাছা, ফুলবাগচালা,অরণখোলা, শোলাকুড়িসহ বিভিন্ন ইউনিয়নের স্থানীয় বসতি গারো কোচ বর্মণসহ বিভিন্ন শ্রেনী পেশার কয়েক হাজার জনগন উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102