লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জে স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বকুল বেগম আইডিয়াল স্কুল এন্ড মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রদান ও অভিভাবক সমাবেশ-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
আজ ৩০ ডিসেম্বর ২০২৪ইং সকালে জেরিন কমিনেটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
বকুল বেগম আইডিয়াল স্কুল এন্ড মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি হাজী মহি উদ্দিন মেম্বার।
অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন, বকুল বেগম আইডিয়াল স্কুল এন্ড মাদ্রাসার প্রধান শিক্ষক মীর মোঃ মনির হোসেন তিনি বলেন, যারা ভালো রেজাল্ট করেছে তাদেরকে অভিনন্দন। আমার রেজাল্ট যেটাই হোক আমি যদি নিজেকে সমাজে মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে না পারি নিজের মধ্যে যদি মানবিকতা বোধ তৈরি করতে না পারি তাহলে কিন্তু রেজাল্টের মূল্য থাকবে না।
সাংবাদিক মো. আলাউদ্দিন বলেন, আমরা যদি আমাদের মধ্যে ভালোবাসা বোধ, শ্রদ্ধা বোধ, সামাজিকতা বোধ আমরা যদি না জানি, ছোটদেরকে কিভাবে ভালোবাসতে হবে, তাদের কিভাবে আদর করতে হবে, আমার দায়িত্ব কি সেটি যদি আমি না জানি তাহলে শিক্ষা খুব একটা বেশি ইমপ্যাক্ট তৈরি করতে পারবে না। আমরা বিশ্বাস করি এই স্কুলের যারা ছাত্রছাত্রী আছে, তারা ভবিষ্যতে দেশ গড়ার কারিগর এবং এই স্কুলের যে শিক্ষা সেই শিক্ষা তাদের মনের দুটি চোখ খুলে দিবে।
ফলাফল ঘোষণা উপস্থিত ছিলেন, অত্র প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক-শিক্ষার্থী, অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক এবং শিক্ষার্থী উপস্থিতিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করেন।