৫ আগস্টের পর যারা দখল চাঁদাবাজি ও টেন্ডারবাজি শুরু করে দিয়েছে তাদের মুখে জামায়েত ইসলাম ও ইসলামী ব্যাংক সর্ম্পকে এমন মন্তব্য মানায় না বরং বেদখল হওয়া ইসলামী ব্যাংক পুণ:রুদ্ধার করেছে জামায়েত ইসলাম। জামায়েত ইসলাম সম্পর্কে কথা বলতে হলে পড়ালেখা করে কথা বলতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মসলিশে শূরা সদস্য ও নোয়াখালী জেলা আমীর ইসহাক খন্দকার। সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে নোয়াখালীর চাটখিল উপজেলার শ্রীনগর প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ‘৫ আগস্টের পর বিভিন্ন সময়ে জামায়াতের নেতাকর্মীরা অমুসলিমদের পাশে থেকেছে, তাদেরকে নিরাপত্তা দিয়েছে। আইনশৃংখলা বাহিনীকে অমুসলিমদের নিরাপত্তা প্রদানে সহায়তা করেছে। সারা বাংলাদেশে হিন্দুদের ওপর কারা হামলা করে, কারা তাদের জায়গা জমি লুটপাট করে! সেদিক তাকালেই বুঝবেন কারা এদেশে অমুসলিমদের জন্য ক্ষতিকর। ‘
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নোয়াখলা ইউনিয়ন সভাপতি মমিনুল ইসলাম পাটোয়ারীর সভাপতিত্বে এবং সেক্রেটারি মাস্টার বেলাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জামায়াতের নোয়াখালী জেলা সহকারী সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসেন, জামায়াতের নোয়াখালী জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা ছাইফ উল্যাহ , চাটখিল উপজেলা জামায়াতের আমীর মাওলানা মহিউদ্দিন হাসান, পৌরসভা আমীর মাওলানা আক্তার হোসাইন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা ওমর ফারুক, উপজেলা জামায়াতের সেক্রেটারী নূর হোসাইন রিয়াজ, উপজেলা সহকারী সেক্রেটারি হুমায়ুন কবির সুমন, উপজেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল বাছির প্রমুখ।
চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়ন জামায়াতের উদ্যোগে আয়োজিত এই কর্মী সম্মেলন অনুষ্ঠানে ইউনিয়নের শতশত নেতাকর্মীর উপস্থিতিতে ২০২৫-২০২৬ সেশনের ইউনিয়ন জামায়াত ও সহযোগী সংগঠনের নতুন দায়িত্বশীলদের নাম ঘোষণা করা হয়।