রাজশাহীর বাঘা উপজেলার আড়ানীর সর্ব স্তরের ছাত্র-ছাত্রী ও সাধারণ জনগনের ১৭ টি প্রাণের দাবি করতে দেখা গেছে ফেসবুক গণমাধ্যমে ঘুড়ে বেড়াচ্ছে,কেইচ কাফি নামের ফেসবুক আইডি থেকে পাওয়া নিচে তুলে ধরা হলো।
আড়ানী সংস্কারে ছাত্র জনতার দাবি সমূহ:
১.কলেজ,বাজার, স্কুল ,মসজিদে নতুন কমিটি গঠন(যেইখানে কলেজ কমটিতে থাকবে কলেজের সুশীল সমাজের প্রতিনিধি,শিক্ষক,বাজার কমিটিতে থাকবে আসল ব্যবসায়ী,মসজিদ কমিটিতে থাকবে ইমাম এবং যারা নিয়মিত নামাজ পড়ে তারা)
২. সকল সরকারি বেসরকারি অফিসের, আড়ানী ও রুস্তমপুর হাটের চাঁদাবাজি,সিন্ডিকেট ও দুর্নীতি দমন করা(School, College, Rail Station Municipality Land Office included )
৩. মাদক দমন করা, ইভটিজিং দূর করা ও কিশোর গ্যাং এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা ।
৪.OMS & টিসিবি কর্তৃক প্রদানকৃত বস্তু যথাযথ বণ্টনের ব্যবস্থা করা।
৫.স্কুল ও কলেজের শিক্ষকদের নিয়মিত উপস্থিত হওয়া শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করা ও পাঠদান নিশ্চিত করা এবং তুচ্ছ কারণে স্টুডেন্টদের থেকে টাকা নেওয়া বন্ধ করা ।
৭. এলাকায় chemical মিশ্রিত ও অস্যাস্থকর পরিবেশে গুড় গলাই করা হয়. যা নিষিদ্ধ সেটা দমন করা ।
৬. প্রতিটা স্কুল কলেজের আধুনিক কম্পিউটার ল্যাব , বিজ্ঞানাগার সিসি ক্যামেরা স্থাপন করা ও যথাযথ ব্যাবহার নিশ্চিত করা ।
৭.বেকারত্ব দূর করে কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করা ।
৮.লাইসেন্স বিহীন ডায়াগনষ্টিক ও ওষুধের দোকান অবিলম্বে বন্ধ করার ব্যবস্থা করতে হবে।
৯. আড়ানীর ড্রেনেজ ব্যবস্থার উন্নতি সাধন করতে হবে।
১০.কম খরচে কৃষকদের সার বিতরণ করা ও ন্যায্য মূল্য নিশ্চিত করা।
১১. আড়ানী বাজারের ভ্যান, সিএনজি ও অটো স্ট্যান্ড খাস জমি তে স্থানান্তর করে গোলচত্বর ও ব্রিজ ফাঁকা রাখা ও এখানের চাঁদাবাজী দূর করা।
১২. আড়ানী রেল স্টেশনে সকল আন্তঃনগর ট্রেন থামানো ও স্টেশন বাজার সঠিকভাবে ইজারা দিয়ে পৌরসভায় রাজস্ব আদায় করা।
১৩. স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকা কর্তৃক শিক্ষার্থীদের ওপর বল প্রয়োগ ভীতি প্রদর্শন করে স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকা দের কাছে প্রাইভেট পড়ানো বন্ধ করা ।
১৪. আড়ানী বাজারে আরো একটি মাধ্যমিক বিদ্যালয় স্থাপন করা ও আড়ানী চকরপাড়াতে অবস্থিত বিএম স্কুল & কলেজ পুনঃ চালু করা।
১৫. আড়ানী রেল ব্রিজ হতে শ্মশান ঘাট পর্যন্ত পৌর বিনোদন কেন্দ্র স্থাপন করা।
১৬. পৌরসভায় কর্মরত ও জনপ্রতিনিধিদের থেকে সকল প্রকার হয়রানি বন্ধ করা ।
১৭. আড়ানী বাজারে ও রুস্তমপুর বাজারে হাটের দিন গুলো তে সকালে ট্রাফিকের ব্যবস্থা করা, ও নিয়মিত বাজার মনিটরিং করা ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা ।