নড়াইলে জামায়াতে ইসলামের ওয়ার্ড সভাপতি-সেক্রেটারী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১আগস্ট) সকাল দশটায় জেলা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী নড়াইল জেলা শাখার আয়োজনে এ সম্মিলন অনুষ্ঠিত হয়। নড়াইল জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী ওবায়দুল্লাহ কায়সারের সঞ্চালনায়, জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নড়াইল জেলা আমীর অ্যাড. আতাউর রহমান বাচ্চুর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরীর আমীর অধ্যাপক মাহ্ফুজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর-কুষ্টিয়া অঞ্চলের টীম সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী নড়াইল জেলা শাখার সাবেক আমীর মাওলানা মির্জা আশেক এলাহী। জেলা জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারী মাওলানা আবুল বাশার। জেলা সহকারী সেক্রেটারী মো. আইয়ুব হোসেন খান। জেলা সহকারী সেক্রেটারী মো. আব্দুস সামাদ। জেলা কর্মপরিষদ সদস্য মো. জাকির হোসেন।
জেলা শূরা ও কর্ম পরিষদ সদস্য দারসুল কোরআন মাওলানা মাহাবুবুর রহমান। মধুমতী সাহিত্য সংস্কৃতি সংসদের পরিচালক মাওলানা হাফিজুর রহমান। জামায়াতে ইসলামী নড়াইল সদর উপজেলা আমীর হাফেজ মিরাজুল ইসলাম। জামায়াতে ইসলামী কালিয়া উপজেলা আমীর মাওলানা তরিকুল ইসলাম। জামায়াতে ইসলামী লোহাগড়া উপজেলা আমীর মাওলানা হাদিউজ্জাম। সদর পৌরসভা আমীর, হাফেজ আব্দুল্লাহ আল-আমিন প্রমূখ। এসময় জামায়াতে ইসলামীর সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি মাহ্ফুজুর রহমান বলেন, আওয়ামীলীগ জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করে নিজেই দেশ ছেড়ে পালিয়েছে। জামায়াতে ইসলামী ১৭ বছর নির্যাতন নিপিড়ন হামলা মামলা খুনের শিকার হয়েও কিন্তু দেশ ছেড়ে পালায়নি। আওয়ামীলীগ হিন্দুদের উপর ভর, আনসারদের উপর ভর করেও শেষ প্রর্যন্ত কনো ফল পায়নি।