টাঙ্গাইলের মধুপুরে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মাসিক আইন শৃঙ্খলা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ কনফারেন্স হল রুমে উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেনের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভুমি রিফাত আনজুম পিয়া, মধুপুর থানা অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমান, গোলাবাড়ী ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা খান বাবলু, আউশনারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা, অরণখোলা ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম , আলোকদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাইদ খান সিদ্দিক, কুড়ালিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান, ফুলবাগ চালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদ হোসেন সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগণ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, সুধী সমাজ ও সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আওয়ামী সরকারের পতনের পর আজই ছিলো আইন শৃঙ্খলা ও সমন্বয়ের প্রথম আলোচনা সভা।