রাজশাহীর তানোরে চোর সন্দেহে সোহান আলী (২০) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। গত ২৬ আগস্ট সোমবার দিবাগত রাতে উপজেলার পাঁচন্দর ইউনিয়নের (ইউপি) ইলামদোহী হাটে এক ইউপি মেম্বার ও স্থানীয়দের মারপিটে এ হত্যার ঘটনা ঘটে। নিহত সোহান ইলামদহী গ্রামের মৃত সামশুদ্দিনের পুত্র। এদিকে,
খবর পেয়ে তানোর থানা পুলিশ ঘটনাস্থল তদন্ত করে। পরে হাসপাতাল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মঙ্গলবার দুপুরে রামেক হাসপাতালের মর্গে পাঠান। এনিয়ে নিহতের বড় বোন বাদী হয়ে বেশ কয়েকজনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ইলামদোহী হাটে অবস্থিত সাবেক মেম্বার রফিকুল ইসলামের মুদি দোকানসহ কয়েকটি দোকানে চুরির ঘটনা ঘটে। এ সময় হাতে-নাতে মেম্বার ও স্থানীয়রা সোহানকে ধরে ফেলে বেধড়ক মারপিট করে। এতে গুরুতর জখম হয় সোহান। পরে রাতে তাকে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হলে সেখানেই মারা যায় বলে জানান নিহতের মাতা নুরনাহার। নিহতের মা নুর নাহার জানান, পুর্ববিরোধের জের ধরে রফিকুল মেম্বার কথিত চুরির অভিযোগে তার পুত্রকে পরিকল্পিতভাবে হত্যা করেছে।
এব্যাপারে তানোর থানার ওসি আবদুর রহিম বলেন, নিহত যুবক সোহানের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় নিহতের বড় বোন বাদি হয়ে হত্যা মামলা করেছেন। তিনি বলেন, আসামিদের গ্রেফতারের চেস্টা করা হচ্ছে।#