অযোগ্য , অসদাচরণ,অনিয়ম, অত্যাচারী’র অভিযোগে শিক্ষার্থীদের তোপের মুখে পদত্যাগ করলেন জামালপুরের সরিষাবাড়ী রিয়াজ উদ্দিন তালুকদার উচ্চ বিদ্যালয়ের শরীর চর্চা শিক্ষক বদরুল আলম। গতকাল রোববার দুপুরে বিদ্যালয়টির প্রধান শিক্ষকের কক্ষে শাররীক সমস্যা দেখিয়ে তিনি এ পদত্যাগ করেছেন।
শিক্ষার্থীদের সুত্রে জানা গেছে, সরিষাবাড়ী রিয়াজ উদ্দিন তালুকদার উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিষ্ঠানে এসে বদরুল আলমের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে গতকাল রোববার সকালে মানববন্ধন করে। পরবতীতে বিদ্যালয়ে বিক্ষোভ করতে থাকেন তাঁদের সঙ্গে সংহতি জানান প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষকরা। এক পর্যায়ে উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত শিক্ষার্থীরা এসে পরিস্থিতি শান্ত করে।
পরে স্কুলের শিক্ষার্থীরা সকল ক্লাস বর্জন করে মাঠে সমবেত হয়ে শরীর চর্চা শিক্ষকের পদত্যাগের দাবি জানায়। একপর্যায়ে বদরুল আলম তার শাররীক সমস্যা দেখিয়ে পদত্যাগ করেন। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুন কুমার এর নিকট পদত্যাগপত্র জমা দেন শিক্ষক বদরুল আলম।
অপর দিকে দুর্নীতিবাজ, অনিয়ম, অত্যাচারী প্রধান শিক্ষক ওয়াজেদা পারভিন এর বহিষ্কারের দাবীতে বিদ্যালয়ের সামনে গতকাল রোববার ঘন্টাব্যাপী মানববন্ধন করে সরিষাবাডী সালমা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা। এ মানববন্ধনকে একাত্মতা প্রকাশ করেন বিদ্যালয়টির সাবেক শিক্ষক মোস্তাফিজুর রহমান,উপজেলা যুবদলের সাবেক সভাপতি আজিজুল কবীর তালুকদার হুমায়ুন বক্তব্য রাখেন। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী লামিয়া মুনতাহা জান্নাত ,ফেন্সি আক্তার আশা ,সপ্তম শ্রেণীর শিক্ষার্থী লামিয়া আক্তার প্রমুখ। পরে প্রধান শিক্ষক ওয়াজেদা পারভীন এর কক্ষে তাৎক্ষণিক পদত্যাগের দাবি করে প্রধান শিক্ষক কে তার চেয়ার থেকে টেনে তুলে নিতে টানা হেচড়া করার ঘটনা ঘটে শিক্ষার্থীদের সাথে। পরে আগামী তিন দিনের মধ্যে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবী জানিয়ে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করার ঘোষনা দিয়ে বিদ্যালয় ত্যাগ করেন।