টাঙ্গাইলের মধুপুরের ১০০ সজ্জা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালদের নির্মূল এবং ঔষধ কোম্পানির প্রতিনিধিদের নিয়ন্ত্রণের জন্য বেসরকারি ক্লিনিকের প্রতিনিধি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের নিয়ে এক জরুরি সভার আয়োজন করা হয়।
এসময় হাসপাতাল কর্তৃপক্ষ জানান, হাসপাতালের বহিঃ ও জরুরী বিভাগ ২৪ ঘন্টা নিরাপত্তার জন্য মাত্র একজন কর্মী থাকায় দালালদের দৌরাত্ম রোধ করা সম্ভব হচ্ছে না।
এমতাবস্থায় হাসপাতাল কর্তৃপক্ষ মধুপুর ছাত্র জনতার সার্বিক সহযোগিতা কামনা করেন।
উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, মধুপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সাইদুর রহমান, ডাঃ নন্দীতা ঘোষ, ডাঃ মোঃ তারিকুল ইসলাম, ডাঃ নাহিদুল হক, ডাঃ মোঃ ইমরান হোসেন, ডাঃ মোঃ নূরে আলম এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মোঃ সবুজ মিয়া, অনিক সহ আরও অনেকে।