চিকিৎসা সংক্রান্ত অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন পরীক্ষা নিরীক্ষার উন্নত যন্ত্রপাতি ও অভিজ্ঞ ডাক্তারদের সমন্বয়ে জগন্নাথপুরের প্রাণকেন্দ্রে প্রতিষ্ঠিত কেয়ার ডায়াগনস্টিক সেন্টার এর শুভ উদ্বোধন করা হয়েছে।
(২৩ আগষ্ট) শুক্রবার সকাল ১০টায় ফিতা কেটে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে কেয়ার ডায়াগনস্টিক সেন্টার এর উদ্বোধন করেন জগন্নাথপুর বাজার বনিক সমিতির সভাপতি হাজি আফছর উদ্দিন ভূইয়া।
পরে দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন ইকড়ছই আলিম মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা ছমির উদ্দিন।
এসময় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল কাইয়ুম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির, ইকড়ছই আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা সাইফুল ইসলাম, ব্যবসায়ী ইকবাল হোসেন ভূইয়া, হাজি জামাল মিয়া তালুকদার, জগন্নাথপুর বাজার তদারক কমিটির সেক্রেটারী মশাহিদ ভূইয়া, সাবেক সেক্রেটারি জাহির উদ্দিন, সমাজসেবক আব্দুল হাশিম, আব্দুর রাজ্জাক, ব্যবসায়ী ছালিক আহমদ পীর সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন। উদ্বোধন উপলক্ষে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা প্রায় দেড় শতাধিক রোগীদের ফ্রি চিকিসা সেবা দিয়ে থাকেন বিশেষজ্ঞ চিকিৎসকগণ।