নাটোরের বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর বাজারস্থ মান্নান সুপার মার্কেটে বাগাতিপাড়া উপজেলায় কর্মরত দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার সাংবাদিক ও নাটোর জেলা কেন্দ্রীয় প্রেসক্লাবের সদস্য মুক্তার হোসেন ও তাঁর ছোট ভাই আব্দুল হান্নানকে অতর্কিত ভাবে হামলা করে মারপিট করেছেন অবসর প্রাপ্ত সার্জেন্ট (সেনাবাহিনী) আলাউদ্দিন।
শুক্রাবার (১৬ই আগষ্ট-২৪) সকালে সাংবাদিক মোক্তার হোসেন তাঁর ছোট ভাইকে নিয়ে পেশাগত দায়িত্ব পালন করতে যাওয়ার পথে দয়ারামপুর বাজারে পৌঁছালে তাদের উপর হামলা করে মারপিট করে।এরই ধারাবাহিকতায় রবিবার (১৮ই আগষ্ট-২৪) তারিখে সংবাদ কর্মীরা সরজমিনে গিয়ে স্থানীয়দের সাথে কথা বলে ঘটনার সত্যতা পান।সেই সাথে ঐ মার্কেটে লাগানো সিসিটিভি ক্যামেরার ভিডিও ফুটেজ সংরক্ষণ করা হয়।যা সংবাদ কর্মীদের কাছে সংরক্ষিত আছে।
এ বিষয়ে সাংবাদিক মুক্তার হোসেন জানান,আমি ঢাকা থেকে প্রকাশিত দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকায় বাগাতিপাড়া উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করি, দয়ারামপুর বাজারে আমার দোকান আছে যা আমি ও আমার ছোট ভাই উভয় মিলে দেখা শোনা করি সেই সাথে নাটোর জেলা কেন্দ্রীয় প্রেসক্লাবে সদস্য পদে কর্মরত আছি।এদিকে হামলা কারী সিলেট জেলার বাসিন্দা অবসরপ্রাপ্ত সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সার্জেন্ট আলাউদ্দিন আমাদের বাসায় ভাড়া থাকেন।ভাড়া সংক্রান্ত বিষয় নিয়ে মাঝে মাঝে তাঁর সাথে বিবাদ হলে আমরা তাকে বাসা ছেড়ে দেওয়ার জন্য নোটিশ দিয়েছি।কিন্তু তিনি বাসা ছাড়তে নারাজ হয়ে বিভিন্ন তালবাহানা করে কালাতিপাত করতে থাকে।এরই ধারাবাহিকতায় ঘটনার দিন আমি আমার ছোট ভাই হান্নানকে সঙ্গে নিয়ে আমার পেশাগত দায়িত্ব পালন করতে উক্ত স্থানে পৌঁছালে আমাদের উপর এই হামলা চালায়। এতে আমার ছোট ভাই হান্নান আহত হলে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা করানো হয়েছে।এ বিষয়ে হামলাকারী আলাউদ্দিন সংবাদ কর্মীদের সাথে কোন কথা বলতে চাইনি।
মুক্তার হোসেনের ছোট ভাই হান্নান বলেন,আলাউদ্দিন সহ হামলার সঙ্গে যারা জড়িত তাদের আইনের আওতায় নিয়ে আসার পাশাপাশি তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছি।