নাটোর লালপুরে মডেল প্রেসক্লাবের দুই বছর মেয়াদে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (৩১ জুলাই) বেলা সাড়ে এগারোটার দিকে গোপালপুর অবস্থিত মডেল প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এক জরুরি আলোচনা সভায় ক্লাবের আহ্বায়ক শাহ আলম সেলিমের সভাপতিত্বে সর্ব সম্মতিক্রমে দৈনিক জনকন্ঠ পত্রিকার লালপুর উপজেলার নিজস্ব সংবাদদাতা
শাহ আলম সেলিমকে সভাপতি ও দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার নাটোর জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান রতন কে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। সহ—সভাপতি সাংবাদিক ফরহাদুজ্জামান রুবেল ও সালাহউদ্দিন,যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন ও সাইদুল ইসলাম রিমন,সাংগঠনিক সম্পাদক ইউসুফ আলী,দপ্তর ও অর্থ সম্পাদক আমজাদ হোসেন,প্রচার সম্পাদক তারিকুল ইসলাম মাসুম,তথ্য ও প্রকাশনা সম্পাদক সম্পাদক শাহারিয়ার হোসেন শিমুল,ক্রিড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মৃদুল হোসেন সহ ৬ জনকে সাধারণ সদস্য করা হয়। এছাড়া ৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে।