সুনামগঞ্জের জগন্নাথপুরে বন্যার্তদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দেওয়া উপহার বিতরণ করা হয়েছে।
২৫জুন মঙ্গলবার বিকেলে উপজেলা সদরের আব্দুস সামাদ আজাদ অডিটোরিয়ামে আশ্রয় কেন্দ্রে আওয়ামী লীগের উদ্যোগে বন্যার্ত পরিবারের মধ্যে এ উপহার বিতরণ করা হয়।
উপহার বিতরন পূর্বে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক পৌর মেয়র মিজানুর রশিদ ভূঁইয়ার সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী রেজাউল করিম রিজুর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ
সম্পাদক আমিনুল ইসলাম আমিন।বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আজিজুস সামাদ আজাদ ডন,
সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য এডভোকেট রণজিত চন্দ্র সরকার। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমদ মুক্তা প্রমূখ।