নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর পুলিশ ফাঁড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রয়োজনীয় কাগজ পত্র ও বেশ কিছু আসবাবপত্র পুড়ে গেছে।
পুলিশ ও স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। খবর পেয়ে বাগাতিপাড়া উপজেলার দয়রামপুর ফায়ার সার্ভিস তাদের সঙ্গে যোগ দেয়। প্রায় আধাঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
এবিষয়ে দয়ারামপুর ফায়ার সার্ভিস স্টেশনের লিডার নূরুল ইসলাম বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হতে পারে। অগ্নিকাণ্ডে ২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে নিশ্চিত করেন ফায়ার সার্ভিস স্টেশনের লিডার নূরুল ইসলাম।
আব্দুলপুর পুলিশ তদন্তকেন্দ্রের একটি কক্ষে দুইজন পুলিশ সদস্য থাকেন।
জানা যায়, মঙ্গলবার (৩০ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে হঠাৎ করে ওই কক্ষে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এতে তাদের ব্যবহৃত বেশ কিছু আসবাবপত্র ও প্রয়োজনীয় কাগজ পত্র পুড়ে গেছে। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।