চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের চৌডালা মাদ্রাসা মোড় হতে নরসিয়া শাহাপুর পর্যন্ত রাস্তার চলমান কাজের অগ্রগতি পরিদর্শন করেন চৌডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব, এসময় ছিলেন চৌডালা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান বেলালউদ্দিন ঝড়ু, ১ নং ইউপি সদস্য শরিফ উদ্দিন, সংরক্ষিত মহিলা সদস্য সামিনা খাতুন গ্রাম পুলিশ সহ এলাকার গণমান্য ব্যক্তিবর্গ, এ সময় সাধারণ জনগণ বলেন এ রাস্তা দীর্ঘদিনের চাওয়া আজ রাস্তা হওয়ায় আমরা অনেক খুশি। আমাদের প্রাণপ্রিয় চৌডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিবের অক্লান্ত পরিশ্রমে এই রাস্তার কাজটি চলমান তার দীর্ঘায়ু কামনা করি।
এ সময় গোলাম কিবরিয়া হাবিব বলেন, এ রাস্তাটি চৌডালা ও নরোসিয়া বাসীর কাঙ্খিত রাস্তা ছিল। চৌডালা বাসীর আজ এই রাস্তাটি পেয়ে মাননীয় সংসদ সদস্য জিয়াউর রহমান ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাঙ্খিত রাস্তাটি আমাদের দিয়ে এলাকার জনগণের যে দুর্ভোগ ছিলো সেটি দূর হতে চলেছে। এর জন্য ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।