নোয়াখালীর চাটখিলে, বাংলাদেশ জামায়াতে ইসলামী চাটখিল পৌর শাখার উদ্যোগে ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। গতকাল বৃহস্পতিবার (২৮ মার্চ) চাটখিল দক্ষিণ বাজারস্থ স্থানীয় মিলনায়তনে চাটখিল পৌরসভা জামায়াতের আমীর মাওলানা মো.আক্তার হোসেন এর সভাপতিত্বে ও পৌর সেক্রেটারি মাস্টার শাফায়াত হোসেন এর সঞ্চালনায় আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন, নোয়াখালী জেলা জামায়াতের অন্যতম নেতা অধ্যক্ষ মাওলানা নাজমুল ইসলাম শামীম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা জামায়াতের আমীর মাওলানা মনিরুজ্জামান, চাটখিল পৌর বিএনপি’র আহ্বায়ক দেওয়ান শামসুল আরেফিন শামীম, পৌর বিএনপি’র সদস্য সচিব আহসানুল হক মাসুদ, পৌরসভা জামায়াতের নায়েবে আমীর মাওলানা রাকিব উদ্দিন। বক্তব্য রাখেন পৌর জামায়াত নেতা মো.তাওহীদুল ইসলাম, মাওলানা রুহুল আমিন, পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মাওলানা ফখরুদ্দিন রাজী, চাটখিল ইসলামিয়া ডায়াবেটিক সেন্টারের পরিচালক ও পৌর ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা রহমত উল্ল্যাহ, মাওলানা সামছুল আলম।
উপস্থিত ছিলেন, ইসলামি ছাত্র শিবিরের সাবেক জেলা উত্তর সভাপতি মো.আরিফুর রহমান, পৌরসভা শিবির সভাপতি মো.রায়হান, আই বি ডব্লিউ এফ চাটখিল পৌরসভা সভাপতি মো.বেলাল হোসেন, মো.শহিদুল্লাহ, আব্দুল্লাহ আল মাহফুজ, আব্দুল মালেক, সাইফুল ইসলাম, মাওলানা জয়নাল আবেদীন, মাওলানা ইমাম হোসেন,কাজী মামুন, ডা.মানিক হোসেন প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘ বদর দিবসের সত্যিকারের শিক্ষা গ্রহণ করতে পারলেই মুমিনজীবনে দুনিয়াবি ও আখেরাতে সফলতা অর্জন করা সম্ভব হবে। ‘ ইফতার পূর্ব মুহূর্তে প্রধান অতিথি দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করেন।