নোয়াখালী জেলা পুস্তক প্রকাশক বিক্রেতা সমিতি প্রতিবছরের ন্যায় এবারও সকল ব্যবসায়ীদের নিয়ে ইফতার ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার হক শপিং মহল হ্যাঙ্গআউট রেস্টুরেন্টের হল রুমে পুরো জেলার সকল থানার ব্যবসায়ীদের নিয়ে এই ইফতার আয়োজন অনুষ্ঠিত হয়েছে। তোফায়েল আহমেদের সঞ্চালনায় ও জেলা সভাপতি তৌহিদ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানের বক্তব্য রাখেন চৌমুনি বাজারের সাবেক ভাইস চেয়ারম্যান বোরহান উদ্দিন, চৌমুনী ব্যবসায়ী সমিতির সভাপতি হুমায়ুন কবির, ব্যবসায়িক কার্যকরী কমিটির সভাপতি মোরশেদুল আমিন ফয়সাল। এছাড়াও অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য রাখেন পুস্তক প্রকাশক বিক্রেতা সমিতির সাধারণ সম্পাদক দীপঙ্কর চক্রবর্তী। বক্তারা মাহে রমজানের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে ব্যবসায়িকদের তাকওয়া অর্জনের জন্য নানামুখী উদাহরণ পেশ করেন। এছাড়াও হালাল ব্যবসার দ্বারা জীবনকে গঠন করার জন্য আহ্বান করেন। ইফতার পূর্ব মুহূর্তে প্রধান অতিথি দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করেন।