২৬ মার্চ ২০২৪ই মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দিনাজপুর জেলা গোর-এ-শহীদ ঈদগাহ ময়দানে কুচকাওয়াজের অভিবাদন গ্রহন করেন জেলা প্রশাসক জনাব শাকিল আহমেদ ও দিনাজপুর জেলার সন্মানিত পুলিশ সুপার জনাব শাহ ইফতেখার আহমেদ, পিপিএম-(বার)।
জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়িয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ এর শুভ সূচনা করা হয়। উক্ত কুচকাওয়াজে দিনাজপুর জেলা পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস, বিএনসিসির সমন্বয়ে গঠিত কন্টিনজেন্ট অংশগ্রহন করেন। দিনাজপুর জেলা পুলিশের (আরআই) জনাব মোঃ মুকুল হোসেন এর নেতৃত্বে গঠিত কন্টিনজেন্ট পায়ে পায়ে তাল মিলিয়ে স্যালুটিং ড্রাইসে অতিথিদের অভিবাদন জানানোর মাধ্যমে উক্ত কুচকাওয়াজ অনুষ্ঠান শেষ হয়।
কুচকাওয়াজ শেষে মুক্তিযোদ্ধা, প্যারেড কমান্ডার, কন্টিনজেন্ট কমান্ডার সহ আমন্ত্রিত অতিথিদেরকে মহান স্বাধীনতা ও বিজয় দিবসের সংবর্ধনা প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনাব আব্দুল্লাহ আল মাসুম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্)(পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) , জনাব সিফাত-ই-রাব্বান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), জনাব মোঃ মোসফেকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক এন্ড এস্টেট), জনাব শেখ মোঃ জিন্নাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), দিনাজপুরসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।