অনিশ্চিত সম্ভাবনা
— সুব্রত কুমার
কিসের যেন নেশায় বিষের মত বুঁদ হয়ে আছি
ভাল কিছু মনে হয় অনাহূত হৃদয়ের আত্মাহুতি
ঘৃণাকে মনে লাগে লাউয়ের তৈরি একতারা
আদতে দিশেহারা আমি পিষে মরছি ছলনার ছলা কলে
মিশে যাচ্ছি দিনদিন দিগন্তের মাটিতে মেশা আকাশের মত
যতই নিকটে যাই, ভালোবাসি, তত বাড়ে পথ
বিপদে বিশুদ্ধে যেমন বন্ধু খুঁজে চলে
পরিশেষে বলে-
কোলাহলে আমি আর নেই!
লোকালয়ে নিজের সাথে নিজের চলে লুকোচুরি
নির্জনে আমিও তেমন ব্যক্তিগত বোকা!
রোগা-সোগা হলেও না-হয় একটা কথা ছিলো
সেও আমি নয়
আমার ধমনীতে বহমান সময়ের ধপধপ ধ্বনি
চারপাশের প্রকৃতি আমি প্রকৃতপক্ষে চিনি
আমি এও জানি যে – হেরে যাওয়া অন্যায়
তার চেয়ে আরও বড় অন্যায়- “অনিশ্চিত সম্ভাবনা”!