নোয়াখালীর চাটখিল পৌরসভার পূর্ব সুন্দরপুর মৌলভী বাড়ীতে দু’প্রবাসী সহোদর সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। হামলায় মারাত্মক আহত নুরুল ইসলাম (৩২) কে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, সোমবার সকালে পূর্ব শত্রুতার জের ধরে একই বাড়ীর ছফি উল্যার পুত্র মনির হোসেন, জাকির হোসেন, বাবুল হোসেন ও মনির হোসেনের ছেলে হৃদয় ও রিয়াজসহ প্রবাসী নুরুল ইসলাম ও তার ছোট ভাই রাজু আহম্মদকে দা বডি নিয়ে দিয়ে পিটিয়ে মারাত্বক রক্তাক্ত জখম করে। মারাত্বক আহত নুরুল ইসলামকে চাটখিল সরকারী হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে নোয়াখালী আবদুল মালেক উকিলে মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছে।
সন্ত্রাসী হামলার ঘটনায় চাটখিল থানায় মামলা করতে গেলে সন্ত্রাসীরা বাধা প্রদান করে। এ বিষয়ে জানতে চাইলে চাটখিল থানার ওসি এমদাদুল হক জানান, আহত প্রবাসী নুরুল ইসলামকে তিনি দেখেছেন। তিনি আরও জানান, উভয় পক্ষ থানায় অভিযোগ দেয়ার প্রস্তুতি নিচ্ছে।