লক্ষ্মীপুর সদর উপজেলার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে পিংকি আক্তার (২৫) নামে এক গৃহবধূকে শারীরিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে লক্ষ্মীপুর সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের শিবপুর গ্রামে মাজিল্যা বাড়িত। এ ঘটনায় ওই গৃহবধু বাদী হয়ে সম্প্রতি চন্দ্রগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৫ই মার্চ সকালে কথা কাটাকাটির এক পর্যায় এবং পূর্ব শত্রুতার জেরে পথরোধ করে উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের শিবপুর গ্রামের মাজিল্যা বাড়িত বাসীন্দা নুরুল করিমের ছেলে হাবিবুর রহমান পাপন, একেই বাড়ির আবদুল্লা আল মামুনের ছেলে তমাল, সোহাগ আমিনের ছেলে রাকিবুল আমিন ও চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওপাড়া গ্রামের সাহা বাড়ির আলী আকবরের ছেলে অহিদ আলমসহ অজ্ঞাতনামা কয়েকজন পিংকি আক্তার এলোপাতারি মারপিট করে মারাত্মক আহত করে। তার গলায় থাকা একটি স্বর্ণের ছেইন ছিনিয়ে নেয়যায়। এ সময় পিংকি আক্তারের শোর-চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে। অভিযোগের প্রাপ্তির সত্যতা স্বীকার করে চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ এমদাদুল হক বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।