মধুপুরের যাত্রীদের দীর্ঘদিনের দাবি ছিলো মধুপুর থেকে ঢাকা যাতায়াতের জন্য বিআরটিসি বাস সার্ভিসের। বিনিময় গাড়ির সিন্ডিকেট ভেঙে,অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আজ মধুপুরে প্রথম অবস্থায় ২টি বিআরটিসি বাস সার্ভিসের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার(১৭ জানুয়ারি) সকালে মধুপুর বাস স্ট্যান্ডের আনারস চত্বরে এ বাস সার্ভিসের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মীর্জা জুবায়ের হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, মধুপুর থানা অফিসার ইনচার্জ এমরানুল কবির, কেন্দ্রীয় ছাত্র দলের সহ-সভাপতি নাজমুল হক,পানি উন্নয়ন বোর্ডের ময়মনসিংহের ডিডি আল মামুন, মধুপুর শিল্প ও বনিক সমিতির সাধারণ সম্পাদক মিন্জু রহমান নান্নু,
শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যাপক হোসেন শহীদ, বৈষম্য ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সেল সম্পাদক নাজমুল হাসান, জাতীয় নাগরিক কমিটির মধুপুরের সদস্য সবুজ মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী ইমরুর কায়েস , উপজেলা যুব দলের সদস্য সচিব শাহাদত হোসেন ফকির, যুব দল নেতা মানিক কুমার চন্দ্র প্রমুখ।
বিআরটিসির এ বাস সার্ভিসটি প্রতিদিন সকাল সাড়ে ৫টায় এবং বিকেল ৫ টায় মধুপুর থেকে রাজধানী ঢাকার ফার্মগেটের উদ্দেশ্যে ছেড়ে যাবে। মধুপুর বাসস্ট্যান্ড এবং ফার্মগেটে তাদের নিজস্ব কাউন্টার রয়েছে। এ বিআরটিসি সার্ভিসের মাধ্যমে মধুপুর ধনবাড়ির যাত্রীদের দীর্ঘদিনের দাবি পুরণ হয়েছে। যাত্রীরা কোনো রকম হয়রানি ছাড়া এই সিটিং সার্ভিসের মাধ্যমে উন্নত সেবা পাবে বলে জানিয়েছেন সার্ভিস কর্তৃপক্ষ।